(প্রিয় কবি শম্পা ঘোষের প্রতি নিবেদিত)
"দিদির ঘরে"


বুলবুলি তুই কোথায় গেলিস কোন গলি কোন কোঠার পানে
আয় তো তানিক ডাকছে দিদি দ্যাখ তো কেমন মাতাল গানে।
মন তো নদী বালিশ গদি ছাড় তো এখন প্রিয়ার তাল
বাক্যে দিদির মন যে আমার কাব্য গাথায় খাচ্ছে টাল।
হায় হায় হায় শিসটি তুলি ব্যঙ্গ অমন করলি কেনে
ভাবলি কি রে মিথ্যা বচন আয় দেখে যা ইথাক পানে।
দিচ্ছে কবি কলির বচন; বাহার তাহার মাতলো মন
ডাকছি কেমন দারুন সুরে ভেক কি ব্যাঙ এর ঘ্যাঙর ঘ্যাং।
অ মলো তুই ফির সে গেলি লম্বা চুলের নীল শাড়িতে
নাই কি রে তোর বসত বাটি বোন কি মা'রে তোর বাড়িতে।
গেলিস গেলিস শিস ও দিলিস হতচ্ছাড়া যাবিই মরে
দেখতে পেলাম বেশ কজনায় এই গলিতেই আসছে তেড়ে।
সা রে গা মা ধামা কুলো পায়ের জুতোর বেহাগ সুর
দেখছি রে তোর পুড়ছে কপাল সেই দিন আর নেই রে দূর।
দূর ছাই তুই একলা রে চল তোর দিশা আজ দিলাম ছেড়ে
তার চেয়ে ভালো লিখাই আমার দিদির ঘরে পেনটি ধরে।