"দীন"


নমিত কেন হে দেবেরি ই দিশারী নমিত কেন হে সাজ
ধরণী বহিতে সুখের ই সায়রী নত মস্তক আজ।
মহিমা তোমার ই অপার আজি গো কেন হে হলো গো ক্ষীণ
দেব রস আজি বাহিত গরলে কেন গো আজিকে
দীন।


লেখাটি শুরু করে গেলাম। মুড যখন আবার হবে শেষ করবো। আপাতত এটুকুকেই পুর্ণাঙ্গ লেখা হিসাবে পাঠ করবেন। এ লাইন কয়টি হটাত মাথায় এল তাই।  


সংযোজনাঃ-


কাঞ্চনে সুখ রজতে মাতিয়া রজনী করিলে ধ্যান
তপতী বলয়ে শৃঙ্খলে বাঁধ; রচিলে তোমার ই সান।
ধাবিত অনলে অশুভ মতি এ মাতিয়া মাতম সুখ
ধরণীর লাজ ন্যুব্জ আলয়ে; ভীষণেতে
বহে দুখ।


সংযোজনাঃ-


কুপিত অনলে সঁপিয়া সমরে বিভীষণ সম রহো
কুঞ্চিত প্রাণ দোহনে দুখের ই প্রমোদেতে সুখ বহ।
হিংসা ও দ্বেষ পালিত দুয়ারে দুরাচারী ব্রত কথা
তোমার ই কাহিনী বিষমতা গান; রহিবে
মহীতে গাথা।


সনযোজনাঃ-


এসো গো আজিকে প্রণতি দুয়ারে মানবের গীত রচি
যাহা কিছু সুখ সমীপে বিলায়ে স্বর্গ সে দ্বার ক্ষিতি।
অরূপ দ্যুতের ই দানেতে দামিনী বহিতে সুধার রসে
এসো গো আজিকে কবির এ আহ্বান
বিলাইতে দেশে
দশে।


নিরবিচ্ছিন্ন কবিতাঃ-


"দীন"


নমিত কেন হে দেবেরি ই দিশারী নমিত কেন হে সাজ
ধরণী বহিতে সুখের ই সায়রী নত মস্তক আজ।
মহিমা তোমার ই অপার আজি গো কেন হে হলো গো ক্ষীণ
দেব রস আজি বাহিত গরলে কেন গো আজিকে
দীন।


কাঞ্চনে সুখ রজতে মাতিয়া রজনী করিলে ধ্যান
তপতী বলয়ে শৃঙ্খলে বাঁধ; রচিলে তোমার ই সান।
ধাবিত অনলে অশুভ মতি এ মাতিয়া মাতম সুখ
ধরণীর লাজ ন্যুব্জ আলয়ে; ভীষণেতে
বহে দুখ।


কুপিত অনলে সঁপিয়া সমরে বিভীষণ সম রহো
কুঞ্চিত প্রাণ দোহনে দুখের ই প্রমোদেতে সুখ বহ।
হিংসা ও দ্বেষ পালিত দুয়ারে দুরাচারী ব্রত কথা
তোমার ই কাহিনী বিষমতা গান; রহিবে
মহীতে গাথা।


এসো গো আজিকে প্রণতি দুয়ারে মানবের গীত রচি
যাহা কিছু সুখ সমীপে বিলায়ে স্বর্গ সে দ্বার ক্ষিতি।
অরূপ দ্যুতের ই দানেতে দামিনী বহিতে সুধার রসে
এসো গো আজিকে কবির এ আহ্বান
বিলাইতে দেশে
দশে।