প্রিয় কবি ড. শাহানারা মশিউর মহাশয়ার ইংরেজি কবিতা Wonderful Attraction কবিতার উত্তরে লেখা কবিতা ও দুইটি কলি-১৫ তম তে প্রকাশিত আমার লেখা হিংরেজি কবিতা construction এর বাংলা অনুবাদ।


সৃষ্টি


হে প্রভু-কি সুন্দর একটি স্থান আপনি সৃষ্টি করেছেন-
আমি বার বার আপনাকে প্রশংসা করতে চাই-
আপনি মহান।
কি সুন্দর একটি স্থানই না আপনি সৃষ্টি করেছেন-
যেখানে পাহাড় গুলি আকাশকে স্পর্শ করে-
মহাসাগর গুলিতে নেমে আসে আকাশ-
বিভিন্ন রকম প্রাণী প্রজাতি সকল-
এবং বিস্ময়কর স্তন্যপায়ী-
আমরা মানুষ যে প্রজাতির অন্তর্ভুক্ত।
হে প্রভু-কি সুন্দর একটি স্থান আপনি সৃষ্টি করেছেন-
আমি বার বার আপনাকে প্রশংসা করতে চাই-
আপনি মহান।
আর যে বুদ্ধিমত্তা আপনি আমাদের দিয়েছেন-
সহানুভূতি ও সমবেদনা-
স্বর্গের মতো এই পৃথিবীকে গড়ে তোলবার জন্য-
হে প্রভু এটা বলা ভীষণ বেদনা দায়ক-
এ পৃথিবীকে একটি নরক বানাবার প্রযত্নে-
নিষ্ঠুরতা ছাড়া-আমরা কিছুই ছড়াই না।
কেউ নেই এসকলের মূল্য চোকাবার জন্য।
নরক নরক নরক-
হে প্রভু-পৃথিবীকে আমরা নরক বানিয়ে ফেলেছি।


প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত খলাসুর-(ব্যঙ্গ) কবিতার উত্তরে আজ কমেন্ট বক্সে লেখা কবিতা।
কুহেলী


দিকে দিকে দিকে দিকে ছলনার বায়ু ময়-
রংচঙ্গা গিরগিটি সং সেজে কথা তায়-
বিষাক্ত ঘনঘোর কুহেলীত জ্বালে ধরা-
অন্তর পূতিময় ছলা কলা জ্বালে ভরা।
আলোকিত বদনেতে-জ্যোছনার আলো মাখে-
বিষাক্ত চুম্বনে-দুখ ব্যথা দিতে মাতে।
দিকে দিকে দিকে দিকে-অবারিত গতি ধারা-
রূপ গুনে ছলনাতে-ধরা দিতে মনোহরা।
উল্লাসে ভাসে মন-দৃষ্টি সে সুনয়ন-
বিষভরা মননেতে-সোনাঝরা দুনয়ন।
তারি মাঝে বয়ে চলে জীবনের কলতান-
শত ব্যথা দুখ ঝরা-শূন্যতে ধরা প্রাণ।
দিকে দিকে দিকে দিকে ছলনার বায়ু ময়-
রংচঙ্গা গিরগিটি সং সেজে কথা তায়-
বিষাক্ত ঘনঘোর কুহেলীত জ্বালে ধরা-
অন্তর পূতিময় ছলা কলা জ্বালে ভরা।

প্রিয় কবি খসা হক মহাশয়ের আসরে প্রকাশিত চতুর্দশী কন্যে আমার ঘরে কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা গীতি কবিতা।
বিষ ক্ষত


দিকে দিকে দিকে দিকে-শত ফণা উদ্যত-
ধারে কাছে ডানে বাঁয়ে-ভরে দিতে বিষ ক্ষতো।
বিষ ক্ষতো! বিষ ক্ষতো! বিষ ক্ষতো!


চিখনাই মখললি-আদরের সুর বুলি-
যেন যেন যেন-ছলা কলা জানা নাই।
জানা নাই জানা নাই জানা নাই।


কাছে ডাকে ফাঁদ পেতে-নেউলে ও কেউটেতে-
ছোবলেতে ছোবলেতে গতি নাই।
বিষাক্ত নিঃশ্বাসে-আসেপাসে ওদ পেতে-দুঃখ-
দুর্গতি সীমা নাই-
সীমা নাই সীমা নাই সীমা নাই-
ছোবলেতে ছোবলেতে-ধরা তাই।


দিকে দিকে দিকে দিকে-শত ফণা উদ্যত-
ধারে কাছে ডানে বাঁয়ে-ভরে দিতে বিষ ক্ষতো।  
বিষ ক্ষতো! বিষ ক্ষতো! বিষ ক্ষতো!


প্রিয় কবি শাহানাজ সুলতানা মহাশয়ের উক্তি-১ কবিতায় কমেন্ট বক্সে লেখা কবিতা।(ফাউ কবিতা)
নির্বোধ


জীবন কাল মহাকালের বিচারে তুচ্ছ থেকে তুচ্ছতম-
অহং বোধ-হাঃ হাঃ হাঃ-
নির্বোধ।