রবি ঠাকুরের পর ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে আজ পুনঃ রচিত হলো "অসম্ভব"


"অসম্ভব"


যুথিকা কাননে ফুটিল সে কলি সহাস্য বদনেতে,
হাজারো সে দল-শত দলে শত দলে
প্রেম ধরা সঙ্গীতে।


যে বক্ষেতে শূন্যের গীতি-মাদল বাজিতে ছিল,
ঘন কালো ধরা বেদনার রোল-
দমকা বাতাসে সে বাতায়ন
সানন্দে খুলে দিল।


মানে না হৃদয় হলো কি সদয় মঞ্জুরি কৃষ্ণচূরা,
প্রেম কি ধরা! মহাকাশ ঘন কালো-
গহীনো গহন পাতালো তলে-
ছিল সে দূর অধুরা।


কোন সে বাণী হটাৎ আকাশ-বাতাস বহিয়া আনিল সুর,
অসম্ভব! অসম্ভব!
মানিতে চাহেনা এ কাতরো মন-
বেদনা বিধুর।


বেদুইন প্রাণ রুক্ষ মরুতে-গাহিতে জীবনো সঙ্গীত,
মর্মর ধরা তানে আকাশো ভেদিয়া-
করুনো বিষাদিত গীত।


ভাবিনু ধরা উচ্ছ্ল কবে-এ জীবনো ভাবিনু কভু সুহৃদ,
সখ্য ধরিতে বক্ষ মেলিতে-কেমনে বাজিলো উঠি
ভালোবাসা সঙ্গীত।


এ মন মানেনা-হৃদয় জানেনা-জ্যোছনায় দেখে কালো,
সে কি এলো জীবনে মম-
ঘুচাতে যাবৎ কালো।


এ কি ছলনা সখী বিচ্ছেদে প্রাণ-ছিল বিরহ আকাশ সম,
অসম্ভব! অসম্ভব! করিতে সম্ভব-
আসিতে জীবনে মম।


প্রিয় কবি স্বপন গায়েন (উদয়ন কবি) মহাশয়ের আজ প্রকাশিত "লজ্জা" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


পাশবিক


উদ্বেগ জনক ঘটনা মানবতা চুরান্ত সীমানায়,
বহিতে বক্ষে বজ্র নিনাদে-
পাশবিক যন্ত্রনায়।


যে শিশু ভুমিষ্ট আজি প্রাতে কি দিব উত্তর তারে,
নিঠুর সমাজ রক্ষ রিপুতে-
ভরপুর সংসারে।


শাণিত ফলা বিঁধিলো বুকেতে বহিতে রুধির ধারা,
তনয়া সে শিশুপ্রাণ বিদ্যা সে ভূমিতে-
কেন হলো সর্বহারা!


জেগে ওঠো দেশ জেগে ওঠো জাতি
শাণিতে কৃপাণ বাড়িতে মারিতে,
বজ্জাত যত ঘুরিছে ফিরিছে-
মানবের দেশে মানবেরি
ভেষেতে।


প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত "মায়া" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


ভিক্ষুক


সুশীতল ধরা গাহিতে সঙ্গীত তব দোরে-মাগিনু সে ভিখ,
ভিক্ষুক আমি ভিক্ষুক আমি ভিক্ষা কুড়ানু,
অশান্ত অবনী তলে মায়া মোহ-
বন্ধনে তথোধিক।


হিংসা জড়ানো সে প্রাণ কাঁদিনু ভিক্ষুক আমি প্রভু,
দ্বারে দ্বারে ঘরে ঘরে জ্বেলে দিতে দ্বীপ;
আশারো সে কিরণো ভিক্ষা মাগিনু,
মায়া মোহ বন্ধনে গড়িতে সেতু-
জ্বালিতে আলোকো প্রদীপ।


অশান্ত প্রবাহেতে দুলিতেছে তরী
মরুঝড় বহিতেছে বুকে,
হিংসা ও দ্বেষ দ্বারে ঘরে দ্বারে ঘরে-
ফেনাইছে গরলো নিঃশ্বাসে।


ভাইচারা মতি নাই পিতা মাতা মোহ নাই,
দিকে ভিতে চৌদিকে-
কান্নাই কান্নাই।


হিংসা জড়ানো সে প্রাণ কাঁদিনু ভিক্ষুক আমি প্রভু,
দ্বারে দ্বারে ঘরে ঘরে জ্বেলে দিতে দ্বীপ;
আশারো সে কিরণো ভিক্ষা মাগিনু,
মায়া মোহ বন্ধনে গড়িতে সেতু-
জ্বালিতে আলোকো প্রদীপ।


প্রিয় কবি অনিরুদ্ধ বুলবুল মহাশয়ের আজ প্রকাশিত "দুঃস্বপ্ন" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


ফল্গুধারা


স্বপ্নচারীর স্বপ্নে ভেসে
মন ছুটিলো সেই প্রদেশে,
অবাক চেয়ে রই।


সেই প্রদেশে উজান পথে
উজল আলোক সেই দেশেতে,
হৃদয় বীণায় গাইতে সে তান-
বিহগ সুরের সেই কলতান,
সেই আলোকে ভাসিয়ে পরাণ-
অবাক চেয়ে রই।


অপার প্রেমের ফল্গুধারায়
স্বপ্ন দেশের সেই কিনারায়,
ভাসিয়ে তরী গাইতে জীবন,
স্নিগ্ধ মধুর সুধার প্লাবণ-
নয়ন পেতে রই।


স্বপ্নচারীর স্বপ্নে ভেসে
মন ছুটিলো সেই প্রদেশে,
অবাক চেয়ে রই।