ক্ষতি


বল বুলবুল কি যে হলো ম্যাজম্যাজে কেন মনটা রে-
ধরতে কলম লিখতে ছড়া-ভাবনা উড়ে যাচ্ছে রে।
পুজাও গেল লক্ষী এলো-ঘন্টা কাশি বাজনা ঢাক-
নেইনি আশিস তাই কি বে-ভাবনা নাই ঠিকঠাক।
তুই তো আছিস খোশ মেজাজে-হেপাক হোপাক দৃষ্টি তোর-
আমার কলম লিখতে ছড়া-ঘুরছি আমি দোর দোর।
তাইকি ভালো বল বুলবুল লিখতে ছড়া করুণ গতি-
পড়াশুনায় একটি বছর-দিলাম কেমন করতে ক্ষতি।
ডাকাডাকি হাঁকাহাঁকি-পরীক্ষাটা তাও তো দিছি-
ভাইভা তে কেউ ডাকে নাই-সেই দিনেতে ভুলেই গেছি।
একদম না ধরবি না তুই-শিস বাজাতে করছি মানা-
কান্না পায় জানিস বুল-মনটা আর ভাল্লাগে না।
তাও কি ম্যানেজ হবে বুল-বলছে তো রে দেবে করে-
বলছে স্যার এটেন্ডেসে সইটা দিতে বড়ো করে।
শিস কেনো বাজাস আবার-চিটিং বাজি করি নাই-
ধরনা তুই ধরবি কি! বলবো নাতো জানা নাই।
চল কির্ত্তন এবার করি-আসরটাতে গড়াগড়ি-
নতুন নতুন পদ্য ছড়া-লিখতে গাথা স্বপ্নে উড়ি।


প্রিয় কবি প্রীতিশ চোধুরী মহাশয়ের আজ প্রকাশিত প্রত্যাবর্তন কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
পরশ


আহা!আহা!কি জাদু তার পরশ ছোঁয়া-
লাগলো পালে মাতাল হাওয়া-
উঠলো নেঁচে মন।
দোয়েল কোয়েল ফিঙ্গের ডাকে-
সাঁজলো যে মন ডাকের সাঁজে-
বাতাস ধরে গান।
লাল সে ফাগুন জ্বাললো আগুন-
উদ্দিপনার প্রহর গুনি-
এক সাগরের জোয়ার প্রাণে-
আহা!আহা!দুললো জাহাজ দোলদুলানি।
গাইলো পাখি মিলতে ডানা-
দূর গগনে নীল নীলিমায়-
খেলতে কলি মিলতে দল-
ওষ্ঠপুরির লাল যমুনায়।
আহা!আহা!কি জাদু তার পরশ ছোঁয়া-
লাগলো পালে মাতাল হাওয়া-
উঠলো নেঁচে মন।


প্রিয়কবি গোপাল চন্দ্র মহাশয়ের আজ প্রকাশিত স্রোতের অনুকূলে কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
আদর্শ জীবন (ব্যঙ্গ)


হায় রে! কবি তো আমাগো মাইরা ফেলতে চায়রে মদনা-
তাহারাই উন্নতি করিতে পারে-তুওই ক!
যাহারা যেই দিকে স্রোত বয়-
ওই দিকেই লাফাইয়া পরে।
হেইডাই হইলো গিয়া আদর্শ জীবন-
কি ক মদনা।
হেই দ্যাখনা মুকুল ডারে দ্যাখ-
গাছ তো ঝাড়ায় দিসে-তাই কি মইরা যাইবো ক!
হয় নতুন গাছ গজাইব নইলে-
গন্ডালিকা প্রবাহ-
নিচুতলা হইতে এক্কেবারে উপর তলা-
ফুটবই ফুঁটব!
কবিরে কইয়া দে।


প্রিয় কবি অনিরুদ্ধ বুলবুল মহাশয়ের আজ প্রকাশিত "সৃষ্টিটা হোক বাঁধন হারা" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
(ফাউ কবিতা)
চুরা কি শুনে ধর্মের কথা


অরে মদনা অরে কানাই-
দ্যাখ দ্যাখ কবি কি কয়-
হেইডা কি সম্ভব!
চুরা কি শুনে ধর্মের কথা-
ক?


প্রিয় কবি মোঃ আনোয়ার সাদাত পাটোয়ারী (মঞ্জুবাক কবি) মহাশয়ের "স্বাদ মেটেনা"কবিতার উত্তরে লেখা এক লাইনের কমেন্ট বক্সে লেখা কবিতা.
(অতি আধুনিক কবিতা)
স্যম্পল


হ! হেইডা ভাল কথা কইছেন কত্তা-স্বাদ মেটেনা!