Sanjay Karmakar
20 hrs  ·


পশুরক্তে মায়ের হয় না পূজন, শুধুই দুর্জন;
সেবা তারে দেবী তারে
সাধিবারে বাঁধিবারে
করিবারে অর্জন,
পশুরক্তে মায়ের হয় না পূজন শুধুই দুর্জন।


মায়ের সে ধন পশুর নিধন, মমতার ওই পার;
নিষ্ঠুরতার পণ সে দাতার
সহ্য কী আর হয় রে মাতার?
অর্জনেতে পুণ্য দাতার
পায় রে! কী সে দ্বার?
মায়ের সে ধন পশুর নিধন, মমতার ওই পার।


স্নেহের আকর ভূম সে আঁচল, প্রেমের প্রাচুর্য;
দিব্য সে প্রেম জানবি রে হেম
বাজাস না রণতূর্য।


দিস না ওরে ধুলায় মিটায়
খড়ি কাঠের রক্ত দেখায়
করিস নে আর খর্ব
স্নেহের আকর ভূম সে আঁচল, প্রেমের প্রাচুর্য।


জগৎমাতা হন যে তিনি, সার্বজনীন;
তার যে দয়া সবার তরে
মান রে অবুঝ মান সাদরে
পুণ্যার্জনে তোর ওই ঘরে
শোন রে অর্বাচীন;
জগৎমাতা হন যে তিনি, সার্বজনীন।


পশুরক্তে মায়ের হয় না পূজন, শুধুই দুর্জন;
সেবা তারে দেবী তারে
সাধিবারে বাঁধিবারে
করিবারে অর্জন
পশুরক্তে মায়ের হয় না পূজন, শুধুই দুর্জন।