Sanjay Karmakar
Top Contributor


  ·   ·
এলো রে এলো রে বসন্ত এলো রে দোরে
মৃদু সমীরণ মলয়ো পবনে কুহু ডাকে পিক সুরে
এলো রে এলো রে বসন্ত এলো রে দোরে।

জীর্ন যে শাখ ছিল মৃতপ্রায় আজি নব নব পহ্লবে
সবুজের গানে মুখরিত আজি নব কুসুমিত সাজে।।
ফুটিছে মালতি সন্ধ্যা সকালে চম্পা চামেলি বেলি
দিকে দিকে তান সরোজে সমাজে গ্রীষ্ম গিয়াছে চলি।।


এলো রে এলো রে বসন্ত এলো রে দোরে
মৃদু সমীরণ মলয়ো পবনে কুহু ডাকে পিক সুরে
এলো রে এলো রে বসন্ত এলো রে দোরে।


চৈতির বেগ তান্ডবে তার জীর্ণ যা কিছু সবে
উড়ায়েছে সবে আজিকার ভবে হরিতের গীতি রবে।


এলো রে এলো রে বসন্ত এলো রে দোরে
মৃদু সমীরণ মলয়ো পবনে কুহু ডাকে পিক সুরে
এলো রে এলো রে বসন্ত এলো রে দোরে।