চলুন তালি ব্যাবাক ফেলি ট্যাহার পিছেই পড়ি
চোর বা চুরি কিংবা ছুরি পকেটমারি করি।
চক্ষু কানা কানটা কালা এমুন ভাবেই চলি
ছল চাতুরি শৌর্যে চলুন করতে কোলাকুলি।
এদিক উদিক সব দিকেতেই মারবো দু-দু হাত
বিশাল বাড়ি বানায় ফেলি মান পাবো তার সাথ।
ধন্যি কবে সবাই মোদের পায়ের তলায় রবে
এর চেয়ে ভালা কর্ম কি আর-হয় কি হেথায় ভবে!!
ট্যাহায় ভবে সব ওই পাবে রবের প্রীতি ভাই
তার পিছনে চলেন যারা শান্তি তাদের নাই।
সৎ সত্য আজ ব্রাত্য ধন আর ধনীই মানী
আর যারা রয় সত্য পথে দুখের সাধে গান-ই!!
আমরা মানী আমরা ধনী পথ টা সেটাই ভালা
আসছি ভবে চলেও যাবো ঈমান মারেন তালা!!