এসো হে শরৎ পুকারিত রব
দিকে দিকে আজি শুনি
তাপিত এ মন হাহাকারে তার-
বিকারে প্রহর গুনি।


শরতের কাশে আজি মন পশে
গুরু গুরু ধ্বনি তার
নভঃ নীলে তার পুঞ্জ মেঘের
সুখ তারি বারতার।


উষ্ণ দিবস অবসানে তার
প্রশান্তির ওই দ্বারে
বরণে তাহারে আয় রে বাহারে
কুলায় সাজায়ে ওরে।


পহ্লবে সাজ সাজায় সোহাগ
কোকিল ডাকিছে কুহু
কুঞ্জবিতানে শোভা দলে আজ
পুষ্প ফুটিলো বহু।


প্রভাতে প্রণয়ে পাখ পাখালির
কাকলিত আজি ভোর
স্নিগ্ধ সকাল সুরভি তাহার
লোচনে আহিত মোর।


এসো হে শরৎ পুকারিত রব
দিকে দিকে আজি শুনি
তাপিত এ মন হাহাকারে তার-
বিকারে প্রহর গুনি।