Active
Sanjay Karmakar
· snStdrr3ahf3ish7096917 ·


ফেসপাউডার আট


সাড়া দাও সাড়া দাও; ওগো বৈতরণীর মাঝি,
তোমারি বিহনে গোপন রোদনে,
ম্রিয়মাণ মন আজি।
সাড়া দাও সাড়া দাও; ওগো বৈতরণীর মাঝি।
তোমারি স্বপনে, হরষিত মনে, প্রেমের পরশ জাগে,
তুমি বিনে কোন, নাই সে বীথিকা, মধুরতা নাই জগে।
মধুরতা নাই জগে।
তৃষিত এ মন, বিরহ বেদন , সহিবারে নাহি পারে,
ভুজঙ্গের ওই হলাহলে প্রাণ, ঊষর মরুর দ্বারে।
তাপিত হৃদয়, উরগ বোধেতে, ঝঞ্ঝায় প্রাণ ধায়,
আর কিছু নাহি, ভুবনো ভারতী, তোমাকেই শুধু চায়।
তোমাকেই শুধু চায়।
তাপিত মনন, বেদনার সন, গাহিছে প্রেমের গীতি
খোলো আজি দ্বার, দিতে মণিহার, সিঁদুরে রাঙাতে সিঁথি।
সিঁদুরে রাঙাতে সিঁথি।
সাড়া দাও সাড়া দাও; ওগো বৈতরণীর মাঝি,
তোমারি বিহনে গোপন রোদনে, ম্রিয়মাণ মন আজি।
সাড়া দাও সাড়া দাও; ওগো
বৈতরণীর মাঝি।