Active
Sanjay Karmakar
  · otrSn6f3mtJumuw71s7o   ·


উত্তাল সাগরের বুকে বয়ে চলা,
দোলায়মান তরঙ্গের ছটফটানি,
প্রসব বেদনায় উড়ে চলা কালো মেঘের বিষাদাসিক্ত উচ্চনাদ,
বজ্রনির্ঘোষে বিকম্পিত, আমার হৃদয় দুয়ার।
অবন্তিকা, তুমি কী শুনতে পাচ্ছ না,
সেই বজ্রনিনাদ!
অশান্ত সাগরের সেই আর্ত হাহাকার ধ্বনি।
তোমার প্রাণোচ্ছল জীবনের প্রবেশদ্বারে অপেক্ষমাণ,
প্রত্যাশার প্রমোদ তরীতে জেলিয়ার,
জ্যোজ্বুল্যমান দীপ্তিশিখা।
অবন্তিকা আর দেরি নয়, সময় যে বয়ে যায়।
কালের উদ্ঘাতে আজ প্রক্ষেপিত হবে, তোমার আমার প্রেমকাহিনী,
হীরক দ্যুতিতে নির্মীয়মাণ ভালোবাসার স্মৃতি সৌধ।
আর দেরি নয় অবন্তিকা, সাড়া দাও,
সারা দাও অবন্তিকা।


Active
Sanjay Karmakar
  · tdenoS641112hr882sg84a7 7af  ·
আরো চাই


আরো চাই আরো চাই, মন ভরে নাকো ওরে!
বিত্তের খনি আমি কোচড়েতে নেবো ভরে।
মিছে কেনো পিছে পড়ো?
ভয়ে নই জড়োসড়ো,
ধরাধামে হরিনামে, ধুয়ে নিব পাপ তারে...।