Sanjay Karmakar
  · osnpeodSrt0199nfh51c4f4m4ichm acsi81cla8gc  ·


চাই নে হীরে মানিক আমি, সপ্ত রাজার ধন,
চাই নে বিষয় আশয় সে ধন, কঠোর আমার পণ।
রণংদেহী মূর্ত যে মোর, সাধন আমার তপ,
না পাওয়ার ওই দুঃখে এ মন, নাই রে পশ্চাতাপ।
সখী নাই রে পশ্চাতাপ।
নাই বা এলি, ভেসেই গেলি, প্লাবন এলে প্রাণে,
জল ফাগুনে, গড়বো সে গড়, রইবো তোর ওই সনে।
মৎস্য যেমন জলকেলিতে, মগ্ন সেথায় রবো,
তুই হবি মোর মীনকুমারী, বর সে আমি হবো।
সখী, বর সে আমি হবো।
চড়াই যদি জাগলো সেথা, দাবদাহর ওই দহে,
রক্তে আমার ভাসবি রে তুই, রইবো আমি সয়ে।
বাদল দিনে, বর্ষা বীণে, মিলবো মোহনায়,
তোর বিনে মোর জীবন বৃথা, আয় রে সখী আয়।
আয় রে সখী আয়।
লোহিত কণায়, কণায় কণায়, তোর ওই ছবি আঁকা,
পারবি কী তুই, হেলায় আমায়, রইবে এ মন ফাঁকা!
কুঞ্জবনে খেলছে কলি, গোলাপ বীথিকায়,
চপল এ মন, পাগলপারা, আয় রে সখী আয়।
আয় রে সখী আয়।