Sanjay Karmakar


  · tsodrpnoeSlg1u259hut4835s8f11rgm172205cu6 ·


প্রেমানলে দগ্ধ এ মন, বহ্নি ধিকিধিকি,
জ্বলছে এ হৃদ, আলয় হে মোর, আজ আমার ওই সখী।
কার্য কারণ, ব্যাখ্যা এ মন, আর না সহে নদে,
মান ও হুশ, সব ঐ হৃত, নাই রে এ মন বোধে।
সখী, নাই রে এ মন বোধে।
জ্বলন আজি গলঙ্কের ওই, সীমার রেখায় পরে,
বল না সখী, আসবি কী আজ, আমার সুখের নীড়ে?
নাই যদি আজ, এলিই সখী, তপ্ত এ হৃদ প'র,
রইবে না আর, প্রেমের নিলয় কিংবা তোর ওই ঘর।
সখী, তোর ওই সুখের ঘর।
জর্তুর গৃহে, জ্বালবো আগুন, তপ্ত হৃদের রোষে,
নাই রে এ মন, আজ আমার ওই, আজ আমারই বশে।
বশীকরণ মন্ত্র আমার, নাই রে এ মন জানা,
প্রেম বিরহে, অবরোহে, জ্বলছে স্ফটিক দানা।
সখী, জ্বলছে স্ফটিক দানা।
বিষাদ এবং বিরম্বনার, এ ক্ষণ বহে দুখে,
মারছে ছোবল, উরগ এ হৃদ, তপ্ত গরল মুখে,
ব্যপ্ত জহর, শিরায় শিরায়, জ্বলছে এ হৃদ ঘোর,
খর সে বায়ুয়, বাতায়নে, আঁধার ঘনঘোর।
সখী, আঁধার ঘনঘোর।
কালের গতি, স্তব্ধ আজি, বৈকল্যতায় ঘেরা,
মন মদিনায়, নাই রে সুবাস, দোহের বোঝাপড়া।
বইছে এ নাও, নাই রে মাঝি, ভ্রান্ত এ প্রাণ মোর,
তোর বিহনে, নাই রে জীবন, ঊষর প্রেমের দোর।
সখী, ঊষর প্রেমের দোর।