Active
Sanjay Karmakar
  · 1 min  ·


আগুনের হলকা আঁচে, বিরহী এ মন যাচে, অরূপ রতন ধন;
বোধনে প্রেমের ছোঁয়া, তোমার ওই একটু দয়া,
ভাসতে প্রেমের গাঙ। সখী তোর,
ভাসতে প্রেমের গাঙ।
মাদলে মন মেতেছে, বাতাসে ঘ্রাণ উঠেছে, অমরাবতীর দ্বার;
তোর বিহনে, ওরে তোর বিহনে নাই রে জীবন-
সখী, মানবো না আজ হার,
সখী মানবো না
আজ হার।
তাপিত অঙ্গ সাজে, ধামসা মাদল বাজে, বহ্নি ধিকিধিকি;
হৃদয়ে পাগলা হাওয়া, অশনি আকাশ ছোঁয়া,
রিক্ত রে মন পাখি। রিক্ত রে
মন পাখি।
থেকে থেকে মন, করিছে বোধন, প্রেম তারি জয়ো-গান;
আকুল এ মন, করিছে রোদন, বিরহে আজিকে ম্লান।
শুনি প্রেম তার, জয়ো জয়োকার, আগুয়ান করো পা,
ওরে ও মন, তোমারি সদন, ও মোর
অবন্তিকা।
আগুন লেগেছে আজ, বন ফাগুনে, মৌ-তাতে,
সখী তোর, নাও নিয়ে আয়, উদ্ধারিতে।
সখী তোর নাও, নিয়ে আয়, উদ্ধারিতে।
আগুন লেগেছে আজ, বন ফাগুনে,
মৌ-তাতে।


Sanjay Karmakar
  · std7m12Mt5et2ei 7ra4 dlPhaY:l t210sty  ·
ভাগ্য বলে


ভাগ্য বলে, ভাগ্য তোমার, নখের আগায় রহে,
কর্ম যে জন, যেরূপ গতি, তেমন কথা কহে।
বিরূপ মতি
অন্ধ ক্ষিতি,
চেষ্টা বিনে, সু-ক্ষণ আশা, তেমন তো বোন নহে।