Active
Sanjay Karmakar
  · oSpsntd6f48lais30 hu7rl049  ·


আগুন লেগেছে আজ, বন ফাগুনে, মৌ-তাতে,
সখী তোর, নাও নিয়ে আয়, উদ্ধারিতে।
সখী তোর নাও, নিয়ে আয়, উদ্ধারিতে।
আগুন লেগেছে আজ, বন ফাগুনে,
মৌ-তাতে।


বিহগের দল আজিকে উতল, বিরহের সুরে গায়,
চিতলা হরিণী, ধূসর বরণী, আজিকে মৃতপ্রায়।
দূর হতে দূর, ব্যপ্ত সে সুর, আঁধার তমায় গত,
ফোটে নাই ফুল, আজিকে ব্যাকুল,
হৃদয়ে হাজারো ক্ষতো।হৃদয়ে
হাজারো ক্ষতো।


থেকে থেকে মন, করিছে বোধন, প্রেম তারি জয়ো-গান,
আকুল এ মন, করিছে রোদন, বিরহে আজিকে ম্লান।
শুনি প্রেম তার, জয়ো জয়োকার, আগুয়ান করো পা,
ওরে ও মন, তোমারি সদন, ও মন
অবন্তিকা।


আগুন লেগেছে আজ, বন ফাগুনে, মৌ-তাতে,
সখী তোর, নাও নিয়ে আয়, উদ্ধারিতে।
সখী তোর নাও, নিয়ে আয়, উদ্ধারিতে।
আগুন লেগেছে আজ, বন ফাগুনে,
মৌ-তাতে।