Active
Sanjay Karmakar
  · toeoprdSsnal6mh1lush1gu2gc441h45i ig7022tr  ·


অবন্তিকা;
অঙ্গ তোমার রূপের আকর, বিভায় সমুজ্জ্বল,
আঁখির পাতে সাগর দোলে, ঊর্মি সুনির্মল।
নীল নয়না ময়না তুমি, ভ্রুরুর বিকুঞ্চন,
প্রক্ষেপে তাঁর, স্বর্গ নরক, ব্যথায় সে হয় ম্লান।
সখী, ব্যথায় সে হয় ম্লান।
জোজুল্লতায় হীরক দ্যুতি, হয় সে নতোদর,
কপোল দেশে দু-টোল টোলে, নয় কো তুমি পর।
শশাঙ্কর ওই ভাস্বরতায়, ক্লিষ্ট এ মন মোর,
দাও না সখী, জীবন সে দান, খোলোই হৃদয় দোর।
সখী, খোলোই হৃদয় দোর।
কোমল তোমার কণ্ঠ কলি, মন মোহিনী  সুর,
গহীন খাদে আমায় ফেলে, আজ কেনো রও দূর?
সখী আজ কেনো রও দূর।
দূর হতে দূর, শূন্য সবই, পাই নে কোথাও সুখ,
হারিয়ে তোমায়, এ মন কোমায়, লক্ষ তারার দুখ।
সখী, লক্ষ তারার দুখ।
সপ্ত সাগর, তোমার ডাগর, আঁখির পাতেই রহে,
আকাশ, নভঃ, কাল ও ঋতু, সে দেশ তথায় বহে।
অগ্নি আদি, বিভাবরী, জল আদি প্রাণ বায়,
হৃদয় তোমার, কোণায় কোণায়, সুপ্ত সেথায় রয়।
সখী, সুপ্ত সেথায় রয়।