Sanjay Karmakar
ospdtnSoer1 0n703sw0u7J8oat49a  ·


বিষাদ হানায় আর্ত জনায়, হৃদয় ব্যথাতুর,
বাজছে সানাই, কোণায় কোণায়, বিসর্জনের সুর।
তোর ওই দেশে, সর্বনেশে, লৌহ ফলক দ্বার,
তাঁর তলে প্রাণ, গুমরে মরে, আজ কী প্রেমের হার!!
সখী, আজ কী প্রেমের হার।
কাঁপছে ভূলোক দ্যুলোক আজি, সে শোক, তাঁর ঐ ঘায়ে,
বিলীন আজি দীপ্তি তাঁর ওই, প্রবঞ্চনার দায়ে,
দেবালয়ে মুদলো বাতি, প্রেম হলো তাঁর নাশ,
টুটলো বাঁধন, তোর ওই সাধন, তোর ওই নাগপাশ।
সখী, তোর ওই নাগপাশ।
জাগলো সাগর, ঊর্মি ভয়াল, অঙ্গ বাহার তাঁর,
আছড়ে বারি, তুমুল সে রব, টুটলো সে ভূম পর।
ডুবলো তরী, প্রেমের সে নাও, নাবিক সে নাও সে-ও,
রইবে কী আর, সুধার আধার, নাও সে তাঁর ঐ গৃহ!!
সখী, রইবে কী তাঁর গৃহ!!
আর্ত-নাদে প্রেমের হৃদে, বিষাদ বারি ছায়,
কোন সে পুরী, রইলি রে প্রাণ, আয় রে ফিরে আয়।
আয় রে ছুটে, আমার বুকে, বৈতরণীর মাঝি
আয় রে ও মন, বৈভবেতে, অহম সে বোধ ত্যাজি।
সখী, অহম সে বোধ ত্যাজি।


বিষাদ হানায় আর্ত জনায়, হৃদয় ব্যথাতুর,
বাজছে সানাই, কোণায় কোণায়, বিসর্জনের সুর।
তোর ওই দেশে, সর্বনেশে, লৌহ ফলক দ্বার,
তাঁর তলে প্রাণ, গুমরে মরে, আজ কী প্রেমের হার!!
সখী, আজ কী প্রেমের হার।