দুর্বার টানে, আনমনে, গাহিত বিরহ গীতি,
বিরতি নাহিকো, ক্ষ্ণিকের তরে, ও মোর অরুন্ধুতি।
পশিলো সে কোন!  তস্করে মোর, প্রাণ ধন নেয় কাড়ি,
অমরাবতীর, সে নীর দ্বারেতে, রয়েছি ও মন দ্বারী।
সখী মোর, ফিরে আয় তাড়াতাড়ি।
সখী, ফিরে আয় তাড়াতাড়ি।  
ফিরে আয় তাড়াতাড়ি, ফিরে আয় ত্বরিতে তরী।
একদা প্রভাতে, তোর ওই বিভাতে, জাগরণে হতো ভোর,
একদা যামিনী, যাপিত সে রাত, আলোকিত হতো দোর।
সখী আলোকিত হতো দোর।
আজিকে প্রভাতে, তোর ওই আভাতে, ঝরিছে অঝোরে পানি,
স্মরিতে তোহারে, শরমে প্রহারে, রক্তিম দিন গুনি।
সখী, রক্তিম দিন গুনি। সখী রক্তিম দিন গুনি।
সখী, রক্তিম দিন গুনি।
অহং বোধেতে, আজিকে ক্রোধেতে, রচিত রণেতে নায়,
দিশারি চ্যুতিতে, আজিকে গতিতে, ঘোরোতরো অন্যায়।
ন্যায়েতে নমিতে, সে রব মহীতে, বাজিছে সে সুর আজি,
এসো হে আজিকে, দ্বার ওই দুয়ারে, বৈতরণীর মাঝি!!
বৈতরণীর মাঝি।
  
দুর্বার টানে, আনমনে, গাহিত বিরহ গীতি,
বিরতি নাহিকো, ক্ষ্ণিকের তরে, ও মোর অরুন্ধুতি।
পশিলো সে কোন!  তস্করে মোর, প্রাণ ধন নেয় কাড়ি,
অমরাবতীর, সে নীর দ্বারেতে, রয়েছি ও মন দ্বারী।
সখী মোর, ফিরে আয় তাড়াতাড়ি।
সখী, ফিরে আয় তাড়াতাড়ি।