Sanjay Karmakar
osdpnrteSo204ih3f291092cm 067f0rmihigg6t0lg6gs3hgcm9m904gc60·


তুমি এলে তাই অতীন্দ্রিয়, বন্দনা গীত গাহে,
মিলনে মালতি মাধুরী বিছায়ে, সুখের লহর তাহে।
স্নিগ্ধ মলয় সুখের আলয়, শিথিল আজিকে বায়,
ঘনঘটা নাই অম্বুদে তাঁর, পীড়নে নাহি সে নায়।
সখী, পীড়নে নাহি সে নায়।
ঐশী কিরণে কোণে কোণে মনে, জ্যোৎস্না গিয়াছে ভরে,
সুরের ই লহরে, প্রহরে প্রহরে, কোকিল ডাকিছে দ্বারে।
আমোদে বিহারে বিচারে আজিকে, বিজয়ী আজিকে প্রেম,
সৌরভে মাতি দিবাকর জ্যোতি, বিছায়িছে আজি হেম।
সখী, বিছায়িছে আজি হেম।
সোনার ই আসনে বসনে ভূষণে, হীরক খচিত তাহে,
সারথি সে রথ দিব্য দিশায়ে, হাঁকিতেছে সুরে দোহে।
বিভায় তাহার আলোকিত দ্বার, স্বর্গ এসেছে দ্বারে,
মিতালিতে প্রীতে, বাদ্য ও গীতে, আজিকে চমৎকারে।
সখী, আজিকে চমৎকারে।
পূর্ণ আজিকে এ মন আমার, হরিৎ আজিকে গৃহ,
তুমি বিনে মন, হে মোর পরম, এ ঘর জতুগৃহ।
তোমাতে সঁপিনু তন মন প্রাণ, জীবন সঁপিনু আজি,
বাহিতে সে নায়, ঝঞ্ঝা তুফানে, বৈতরণীর মাঝি।
ও মোর বৈতরণীর  মাঝি।


তুমি এলে তাই অতীন্দ্রিয়, বন্দনা গীত গাহে,
মিলনে মালতি মাধুরী বিছায়ে, সুখের লহর তাহে।
স্নিগ্ধ মলয় সুখের আলয়, শিথিল আজিকে বায়,
ঘনঘটা নাই অম্বুদে তাঁর, পীড়নে নাহি সে নায়।
সখী, পীড়নে নাহি সে নায়।