Sanjay Karmakar
nrSsotdopen14h7w9 hJcfitiu0osh  ·


ভগ্ন হৃদয়, রুধির বারি, অঝোর ধারায় ঝরে,
আয় না সখী, এই বেলা আয়, আয় না আমার ঘরে।
রুদ্ধ কারায় হৃদয় হারায়, জ্বলছে এ মন আজি,
তোর বিহনে, নাই রে মনে, স্বস্তি গেছে ত্যাজি।
সখী, স্বস্তি গেছে ত্যাজি।
যুগ হতে যুগ তোর ওই গানে, চেয়েই যে রই পথের পানে,
প্রসস্তির ওই, সুর তুলে মন, মগ্ন আমি তোর ওই ধ্যানে,
রিক্ত এ মন, তোর আরাধন, জপতে আমি রই,
আজ উতলা, ও মন মাঝি, আসবি কী না সই?
ওরে,আসবি কিনা সই?
নৌ বিহারে নাবিক আজি, হারিয়ে তাঁর ঐ দিশা,
চলছে খরো, ঊর্মি মালায়, ঢেউ-এ সর্বনাশা।
উদ্বেগের ওই, চাপ সে প্রবল, উৎপীড়ণের ক্ষণ,
সলিল যেমন চাইছে এ প্রাণ, চলছে মহা রণ।
সখী, চলছে মহা রণ।
হানছে আঘাত, ঘূর্ণি প্রবল, প্রলয় সমান তেজে,
ভয়াল থাবায়, রুদ্র সে রূপ, করালতার সাজে।
প্রেমের নায়ে, ধরতে সে হাল, অহম সে বোধ ত্যাজি,
আয় না সখী, সকল ভুলি, বৈতরণীর মাঝি।
ওরে, বৈতরণীর মাঝি।


ভগ্ন হৃদয়, রুধির বারি, অঝোর ধারায় ঝরে,
আয় না সখী, এই বেলা আয়, আয় না আমার ঘরে।
রুদ্ধ কারায় হৃদয় হারায়, জ্বলছে এ মন আজি,
তোর বিহনে, নাই রে মনে, স্বস্তি গেছে ত্যাজি।
সখী, স্বস্তি গেছে ত্যাজি।