Sanjay Karmakar
badge icon
Founding Members
  · tSSpeione2g3 sohmlrrsed  ·
যুগল জীবনমুখী কবিতা, "ফাল"
.
কবি চাঁছাছোলাঃ-
.
প্রিয়জন, সবটুকু ভালোবাসা পেতে বুঝি মাঝেমধ্যে
তোমার একটু আধটু অসুস্থ হওয়াও প্রয়োজন।
নচেৎ ব্যস্ততা দিনে দিনেই যে ব্যবধান গড়ে দিচ্ছে
ভালোবাসা পেতে তাই চাই এমনই আয়োজন।
.
অসুস্থতার দিনে স্বজন প্রিয়জন বিনে কেউ থাকেনা
তেমন কোথাও উপেক্ষিত বা অবহেলিত।
সবারই খোঁজ খবরে সৌহার্দ্য সম্প্রীতি মমতা আর
সহানুভূতিতে স্বর্গীয় সুখে মন হয় উদ্বেলিত।
.
অসুস্থতা সব সময় না কাড়লেও প্রাণ বরং মজবুত
করে ঈমান তাই তারও আছে অনেক অবদান।
শরীরেও বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বুঝি সবে
তখন সুস্থতার মর্ম জানি কেমনে আসে নিদান।
.
তবে হে অসুস্থতা, তুমি এমনিভাবে কখনো এসো
মোর শরীরে প্রিয়জনের ভালোবাসা পেতে।
অন্তত অতটুকু সময় প্রিয়জনের নিবিড় পরিচর্যায়
আর মমতায় তো আমি খানিক থাকবো মেতে।
.
সঞ্জয় কর্মকারঃ-
.
মন্দ কি আর সন্দ তবু
সুচ কভু হয় ফাল;
তাল বেতালে নৃত্য শুরু
কাহিল করে হাল।
.
নিত্য দিনের ঝক্কি তলে
জীবন মুলায় কান;
রইতে সুখে এমন তরা
করছো কেনই গান!
.
বটুক ভায়া জীবন তারি
ঝর্ণা যেমন চলে;
সেদিন হলো সর্দি হটাত
সজ্জা নিল তুলে।
.
বদ্যি এলো কইলো কিছুই
হয় নি ওরে বটু;
দিন দুয়েকেই সারবে ওরে
পথ্য দিলাম কটু।
.
বদ্যি গেলে বাড়ির লোকের
ঘাম দিয়ে জ্বর সারে;
কিন্তু বটু মন্দ কপাল
রাতেই হটাত মরে।