Sanjay Karmakar


  · JutSsuponsuoithreentl nfdoiw  ·
রম্য ছড়া কবিতা, "ফালতু"
(আমার বিশেষ বন্ধুর লেডি এডভোকেটের কবিতা। বিশেষ কারণে বন্ধুর নাম বা উকিলের নাম দেওয়া গেল না, দুঃখিত)


রাত দিন হই চই বক বক বক বক
সুবা থেকে শুরু হয়ে একদম রাত তক।
কাজ কামে গোল্লা; করে শুধু হল্লা
ওকালতি পিছে রেখে প্রেমে ভারি পাল্লা।
নাটা সে যে নখে নখে রস দিয়ে ভরা তার
প্যালা দিয়ে ঠেলা দিলে কেঁদে ফেলে মোক্তার।
কেরামতি করাতেই তিনি বেশ পোক্ত
মামা ধামা সি বি আই তার কাছে সুকতো।
দশ গাঁয়ে মানে নাকো জারিজুরি তার সেই
কলিকাতা হতে ভাই পাটনা ও বারশোই।
একেলাই ভাবে তিনি হাঁদা ভোদা কেল্টু
শোন বলি জেনো তারে; একেবারে ফালতু।