Sanjay Karmakar
  · rnptodoSes9gi1mn2wu6704i67m82lua8tfJ2o602l12at026s04i29 06mc  ·


ফুলমতি এক পিতামাতা হীন মাতুল তাহার গৃহ
ধরণী তাহারই আর কিছু নয় মাতুল তাহার স্নেহ।
লাস্যে কোমল শুভ্র শ্যামল কান্তি অমল তার
প্রাঞ্জলতায় আছিলো পরাণ-আলয়েতে মণিহার।


প্রভাতে রবির কিরণ পশিলো গাঁয়ের ওই দ্বারে দ্বারে
মাতুল তাহার গৃহ শোভা তার! গিয়াছে আজিকে মরে।
মূর্ছিত দল নাহি কোলাহল-কলো কলো তার হাসি
দীপ্তি নাহিকো বদন সুভাষে, মলিনতা রাশি রাশি।


শত কত ফুল হারায় মুকুল অকালেতে যায় ঝরে
ফুলমতি তার সুবাস মলিন-হত হয় বারে বারে!!
কহ কী মানব শিখর আজিকে, উন্নতির ওই সীমা!
বিচার বিধায় পরাভূত হায়-পরলোকে নাই ক্ষমা।


বিধির বিধান নরকেতে স্থান অনল দহনে চির
ক্ষমা নাই ক্ষমা নাই তথা -শূদ্র কি শূর বীর ও।
ইহলোক ভ্রম জানিও সে যম-অন্ত নাহিকো তথা
রাত গতে দিন তপনো সমীপে-শাপ সম কবি কথা।


যারা ফুলমতি প্রথম পর্ব পাঠ করেন নি তাদের জন্য প্রথম পর্ব এখানেই দিলাম কারণ সেটি ছাড়া এই পর্ব অপূর্ণ রয়ে যায়ঃ-


তখনো জাগে নি নিশীথ যামিনী তখনো ফোটেনি ফুল
তন্বী যুবতী ফুলমতি তার-হারালো তাহারই কূল।
কুল হীন দল হিংস্র ছোবল কেড়ে নিল ফুলখানি
বাতাসে বাহিত কু বাস তথায় হিংস্রতা হানাহানি।


ফুলমতি তার রূপের বাহার বিদিত তাহার গাঁয়ে
বিভাবরী ধন করিতে নিধন-কুমন্ত্রণায় কতিপয়ে,
নিশীথের পণ সমবেত গণ দুর্জনে হানে বাড়
প্রহারেতে তার বহিলো রুধির-কাননেতে উঠে ঝড়।


দস্যুর দলে লুটিলো সে দলে কটিবাস লয় কাড়ি
বক্ষ নিবাসে রসনার বশে শুরু হলো কাড়াকাড়ি।
হায়েনা যেমতি ঝাপায়ে দলেতে-বধিতে প্রাণীর পর
জননীর স্থানে একে একে হানে-সে ক্ষণে অতঃপর।


ভিক্ষার স্তুতি জোড় হাত দুটি ফুলমতি ক্ষীণ স্বরে
মিনতি তাহার মুক্তির তর-ডুবিলো প্রবল ঝড়ে।
শিথিলতা ছায় আঁধার ঘনায় নিঃসাড় হয় দেহ
অঙ্গ তাহারই শোণিতে পতিত-ধারে কাছে নাই কেহ। (চলবে)


বিঃদ্রঃ লেখাটির তৃতীয় স্তবকে দস্যুর দলে বলত একদল দস্যু বোঝানো হয়েছে লুটিলো সে দলে, এখানে দল বলতে ফুলের পাপড়ি বোঝানো হয়েছে।