আভরন”


বঙ্গেতে প্রাণ বঙ্গের গান অঙ্গে অঙ্গে শোভা,
বিজন কানন তরু শাখ দল
দৃষ্টি মনোলোভা। দৃষ্টি মনোলোভা।
সুনীল গগন সূর্য তপন সাগর মিলন মেলা,
আকাশ ভেলায় জলধীর গান
ধূপ ছায়ারই খেলা।ধূপ ছায়ারই খেলা।
বিহগ কূজন পরাগ অলি মধুরতার রেশ,
বিশ্বাসে প্রাণ জয় জয়োগান
প্রশান্তিরই দেশ।
মাতায় ভ্রাতায় প্রেম প্রীতিরই সপ্ত সুরের মেলা,
প্রাণ বয়ে যায় লহর উছল
সাম্যতারই মালা।
বাজিয়ে বেনু রাখাল সবে আকাশ ধরে গীত,
প্রশান্তিরই আলোক বানে
বঙ্গেরই সঙ্গীত।বঙ্গেরই সঙ্গীত।
কদম কদম ঝুমুর ঝুমে কলসী কাঁখে বঁধু,
একতারাতে বাউল গানে
বঙ্গেরই জাদু।
কদম কদম ঝুমুর ঝুমে কলসী কাঁখে বঁধু,
একতারাতে বাউল গানে
বঙ্গেরই জা-দু।
জন্মে এদেশ ধন্য মাতা সেলাম ঠুকি ভূম,
সবার সেরা দেশ পেয়েছির
প্রাণের আভরন।  


“পশ্চিমী ঢল”


পশ্চিমী ঢল উগ্র বায়ু নিনাদ তারি ঝঙ্কারেতে,
ঝঞ্ঝা বহে দাব-দাহেতে সমাজ পানে
ঢঙ্কারেতে।
কৃষ্টি আজি পুষ্টি তারি দৃষ্টি লোভা অতি,
অঙ্গে-তে প্রাণ ঢেউ খেলে যায়
চপল ধরা মতি।চপল ধরা মতি।
আর কেয়ামত পোষাক আসাক লোভিত করে প্রাণ,
অঙ্গ সবে ডাক দিয়ে যায়
কামুকতার গান।
আজ পশ্চিমী ঢল উগ্র বায়ু নিনাদ তারি ঝঙ্কারেতে,
ঝঞ্ঝা বহে দাব-দাহেতে সমাজ পানে
ঢঙ্কারেতে।
ডেটিং ফিটিং চাটিং ধরা বুকিং চলে রাত দিনেতে,
উষ্ণ বায়ুর ঢেউ খেলে যায়
কায় মন তন মন্থনেতে।কায় মন তন মন্থনেতে।
সমাজ গতি নিম্নপ্রভা বাস ট্রামেতে লুন্ঠনেতে,
কামুক তনু আর সয় প্রাণ, সয় কী আর
প্রাণ মনেতে।
শুদ্ধ মতির গাইছি রে গান শুদ্ধ সূচির চর্চা ধরো,
সম্ভ্রম আর ইজ্জত বোন, সমাজটাকে
রক্ষা করো।সমাজটাকে রক্ষা করো।
সমাজ গতি নিম্নপ্রভা বাস ট্রামেতে লুন্ঠনেতে,
কামুক তনু আর সয় প্রাণ, সয় কী আর
প্রাণ মনেতে।
পশ্চিমী ঢল উগ্র বায়ু নিনাদ তারি ঝঙ্কারেতে,
ঝঞ্ঝা বহে দাব-দাহেতে সমাজ পানে
ঢঙ্কারেতে।


“কাল সাপ”


বাসন্তি মোর প্রাণের ধন মা মরা কইন্যা,
বিহা দিলাম ছোট্ট শিশু
ধর্ম কর্ম মাইন্যা।
ধুম ধামেতে হইল বিহা শ্বশুর জামাই ভালো,
অল্প দিনেই কান্দে মাইয়া
জীবন হইল কালো।
দশ হাজার পন লাইগব্য তাই অত্যাচারের শেষ নাই,
গরীব ঘরত হামার লাগি
এত্তো রে ভাই
খ্যাম নাই।
দিন ঘুরিতে মাইয়া ফাঁসে মরল রে শেষমেষ,
জামাই শ্বশুর কুমির কান্দে
খল দস্যু দরবেশ।
আইন হইব দিন যাইব পাইব কি মাই বিচারে,
দিন ঘুইড়া বছর যাইব
বিবিধ নানা আচারে।
হায় হায় মুই কোন ঘরত বিহা দিলাম বাপ
ঘুরতে বছর রূপ দেখাইল
জামাই কাল সাপ।