"শ্রদ্ধাঞ্জলি"


তোমাদের ভালোবাসা সম্পদ জানি প্রাণ
কদমে কদমে জড়ায়ে রয়েছে
তোমাদেরই অবদান।
অকূল সাগরে বেদনার রাশি জমে আছে থরে থরে,
বিষাদো করুণো কান্নার রোল
পলে পলে সংসারে।
বহিতে ডাগর মল্লার গান বৈঠা চালায় মাঝি,
তারকার গীত প্রলয়ো বাতাসে
নাগরো প্রেমেতে সাঁজি।
শীতলো শিশিরে মুক্তার রাশি তোমাদেরই ভালোবাসা,
নাহি নাহি নাহি কিছু চাহি নাহি
আর কিছু প্রাণে আশা।
প্রনয়ো সাগরে মিলিতে সিন্ধু বিন্দু বিন্দু বারি,
গাহিতে প্রেমেরো গীতেরই মালা
কাব্যেতে হাল ধরি।
বহিতে ডাগর মল্লার গান বৈঠা চালায় মাঝি,
তারকার গীত প্রলয়ো বাতাসে
নাগরো প্রেমেতে সাঁজি।
তোমাদের ভালোবাসা সম্পদ জানি প্রাণ
কদমে কদমে জড়ায়ে রয়েছে
তোমাদেরই অবদান। তোমাদেরই অবদান।
তোমাদেরই অবদান।


“দিশেহারা”


শত রঙ্গ আশ ভঙ্গ নাচিছে ভুবন সারা,
গগনো বিহারী শঙ্কুর প্রাণ
থর থর দিশেহারা।
শত রঙ্গ আশ ভঙ্গ নাচিছে ভুবন সারা।
নাচে নন্দী নাচে ভৃঙ্গী নাচিছে প্রলয় গানে,
তাপিত ভুবনে দাবদাহ ঢল
নাচে শয়তানে।
নাচে নন্দী নাচে ভৃঙ্গী নাচিছে প্রলয় গানে,
শত রঙ্গ আশ ভঙ্গ নাচিছে ভুবন সারা,
গগনো বিহারী শঙ্কুর প্রাণ
থর থর দিশেহারা।
কম্পনে রব কান্না রাশিতে বেদনাতে ঝরে আঁখ,
আঁকে বাঁকে বাজ হায়েনার দল
কুপিত বায়ুর হাঁক।
কম্পনে রব কান্না রাশিতে বেদনাতে ঝরে আঁখ,
নন্দীর গান ভৃঙ্গীর প্রান
গুপ্ত ছলের ডাক।
নাচে নন্দী নাচে ভৃঙ্গী নাচিছে প্রলয় গানে,
তাপিত ভুবনে দাবদাহ ঢল
নাচে শয়তানে।
নাচে নন্দী নাচে ভৃঙ্গী নাচিছে প্রলয় গানে,
নাচিছে প্রলয় গানে,নাচিছে প্রলয় গানে,
নাচিছে প্রলয় গানে।


"তুমি নেই-২য় পর্ব"


তুমি নেই প্রাণে সই ব্যথিত হৃদয় মন,
নিরব নিথরো করুণ আকাশ
বায়ু বহে শন শন।
আঁধরেতে রই তুমি বিনা সই
লক্ষ তারার দেশে,
পূর্নিমা চাঁদ লুকায় গগন
বক্রতারই ভেষে।
হৃদ ভেসে যায় কান্নার রোল
লহর তুফান বেগ,
খর বায়ু বয় হৃদ আকাশে
শঙ্কা ও উদ্বেগ।
তুমি নেই প্রাণে সই ব্যথিত হৃদয় মন,
নিরব নিথরো করুণ আকাশ
বায়ু বহে শন শন।
সেদিন ছায়ে কঞ্জবনে সঙ্গোপনে প্রাণ
আর কথা দাও গড়তে নিলয়
সুখ দুঃখের বান।
প্রবল সে ঝড় মাতলো গগন
ভৈরবেতে কালো,
আর না দিলে শীতল বায়ু
হারিয়ে গেল আলো।হারিয়ে গেল আলো।
যেথায় থাকো সুখেই থাকো
ভুলতে আমায় সই,
আর মহলা গড়ব হৃদয়
গরল বাতাস ওই।
তুমি নেই প্রাণে সই ব্যথিত হৃদয় মন,
নিরব নিথরো করুণ আকাশ
বায়ু বহে শন শন।
তুমি নেই, তুমি নেই, তুমি নেই