“এক আঁজলা জল দে মা-২য় পর্ব”


এক আঁজলা জল দে মা ওষ্টতে নাই প্রাণ,
জীবন রঙিন খাতার মা'গো
ধর্ষণে বদনাম।
এক আঁজলা জল দে মা ওষ্টতে নাই প্রাণ।
মা'গো তোমার আঁচল তলে নাওনা মা'গো তুলে,
কী অপরাধ মা বল মা-কাঁদতে
গগন তলে।
এক আঁজলা জল দে মা ওষ্টতে নাই প্রাণ,
জীবন রঙিন খাতার মা'গো
ধর্ষণে বদনাম।
এক আঁজলা জল দে মা ওষ্টতে নাই প্রাণ।
মা'গো তোমায় বলছি মা'গো নখ দাঁত দেয় ঢু্ষে,
মা'গো আমার প্রাণ মহলায়
দেয় যে ওরা ঢিসে। দেয় যে ওরা ঢিসে।
হে আল্লা খোদার দেশে হায় কেন রব বয়,
কেন মা'গো বাস ট্রেনেতে
চলতে লাগে ভয়।
এক আঁজলা জল দে মা ওষ্টতে নাই প্রাণ,
জীবন রঙিন খাতার মা'গো
ধর্ষণে বদনাম।
এক আঁজলা জল দে মা ওষ্টতে নাই প্রাণ।
মা'গো তোমার আঁচল তলে নাওনা মা'গো তুলে,
কী অপরাধ মা বল মা-কাঁদতে
গগন তলে।
মা'গো প্রাণে আঁধার বায়ু গরল দিশায় ছোটে,
মা গো মা বল রে আমায়
বোল কেমনে ফোটে।
থানার বাবু চোট্ট বড় হিসেব রে মা চায়,
বলতে আমার প্রাণ কাঁদে মা
ওদের আঁছিলায়।
ডাক্তারেতে ও মা গো! লাজ সে কোথায় রাখি,
ও মা রে, লাজ মারে প্রাণ
কতই দেখাদেখি।
মা'গো তোমার আঁচল তলে নাওনা মা'গো তুলে,
কী অপরাধ মা বল মা-কাঁদতে
গগন তলে।
এক আঁজলা জল দে মা ওষ্টতে নাই প্রাণ,
জীবন রঙিন খাতার মা'গো
ধর্ষণে বদনাম।
এক আঁজলা জল দে মা ওষ্টতে নাই প্রাণ।
ওষ্টতে নাই প্রাণ, ওষ্টতে নাই প্রাণ।


“কথাকলি”


বন্ধ্যা আঁচল পতঝরে প্রাণ আসবি কে'রে আজ,
ধরবি কে রে মাস্তুল হাল
মানবতার সাঁজ।
বন্ধ্যা আঁচল পতঝরে প্রাণ আসবি কে'রে আজ,
অঞ্জনে প্রাণ বেদনায় প্রাণ গগন ধরি লাজ,
আয় না সখা আয় মিলে দে
মানবতার সাঁজ।
ভাজে ভাজে কুসুম কলি অন্ত রে হয় গীত,
বাজতে মাদল দানবতার,
মিটতে রে প্রাণ দীপ।মিটতে রে প্রাণ দীপ।
আয় রে আকাশ আজ মিলে দে মানবতার রূপ সে ডালি,
আয় রে বাতাস সুবাস মেতে
দে'না প্রেমের কথাকলি।দে'না প্রেমের সুবাস অলি।
বাস ট্রামেতে কুসুম কলি অন্ত রে হয় গীত,
বাজতে মাদল দানবতার,
মিটতে রে প্রাণ দীপ।মিটতে রে প্রাণ দীপ।
সাঁজিয়ে ডালি মিলতে চলি গগন ধরি লাজ,
আয় না পরান আয় মিলে দে
মানবতার সাঁজ।
বন্ধ্যা আঁচল পতঝরে প্রাণ আসবি কে'রে আজ,
ধরবি কে রে মাস্তুল হাল
মানবতার সাঁজ।


“আঘাত”


উত্তরে হাওয়া কনকনে শীত
লাসটা যেন স্থানুবত,
কঙ্কালে নেতিয়ে পড়া আগুন
ফাগুন বাতাসে হীমশৈল যুগ,
কুকুরা গুমরে কেঁদেই চলেছে
আকাশটা পুড়ে ছাই,
চারিদিকে কঙ্কালের নৃত্য
চাবুকের কশা আঘাত,
বৈতরণীর শেষ খেয়ায় ভৈরব নৃত্য,
দৌপদীর বস্ত্র হরণের খেলা,
আজও মন কাঁদে তোমায় পাওয়ার বাসনায়।