“এ মধুরাতে”


এ মধুরা….তে, স্বপ্নেরা আ….সে, হৃদয় সরণি বেয়ে……
চন্দ্রিমা লোক জ্যোছনা ছড়ায়
স্বপ্নিল গান গেয়ে, এ মধুরা…….তে।
এ মধুরা…..তে, স্বপ্নেরা আ….সে, হৃদয় সরণি বেয়ে………।


আশার ঝলক চকচকে চোখ-খুশির তুফান তোলে.........,
প্রেমের সুবাস আর ঢেলে প্রাণ
চুম্বনে মন ভোলে….।চুম্বনে মন ভোলে………..।


এ মধুরা…..তে,
এ মধুরা….তে, স্বপ্নেরা আ….সে, হৃদয় সরণি বেয়ে……
চন্দ্রিমা লোক জ্যোছনা ছড়ায়
স্বপ্নিল গান গেয়ে…, স্বপ্নিল গান গেয়ে………।


রাশি রাশি, ভাসি ভাসি, ভাসতে হৃদয় প্রা............ণ
আলিঙ্গনে মন মদিরায়, ভালোবাসার
গা...............ন। ভালোবাসার গা...............ন।


আর কূজনে পাখির গানে চঞ্চুতে প্রাণ ব............য়,
জ্যোছনা আলোক হৃদ মেখে প্রাণ
ঊষার আলোক হ.........য়।


আশার ঝলক চকচকে চোখ-খুশির তুফান তোলে.........,
প্রেমের সুবাস আর ঢেলে প্রাণ
চুম্বনে মন ভোলে….।চুম্বনে মন ভোলে………..।


এ মধুরা…..তে,
এ মধুরা….তে, স্বপ্নেরা আ….সে, হৃদয় সরণি বেয়ে……
চন্দ্রিমা লোক জ্যোছনা ছড়ায়
স্বপ্নিল গান গেয়ে…, স্বপ্নিল গান গেয়ে………।
স্বপ্নিল গান গেয়ে…………….…।


“ও আমার চোখ ফুটেছে”


ও আমার চোখ ফুটেছে, মন ভরেছে,
তোমার চোখের তারার নীলে,
ও আমার চোখ ফুটেছে মন ভরেছে, তোমার চোখের তারার নীলে,
আজ পলেতে বল্গাবিহীন, উড়ব গগন
পাখনা মিলে...।
ও আমার চোখ ফুটেছে মন ভরেছে, তোমার চোখের তারার নীলে……।
ওই চোখেতে স্বপ্ন বাঁধি আঁধার গহীন জীবন আমার,
ওই দরিয়ায় ভাসতে পরান-উছল আলোর দেশটি
তা….রার।ও আমার চোখ ফুটেছে, ও আমার চোখ ফুটেছে।
ও সখী, আমার চোখ ফুটেছে…….।
অন্ধচোখে যুগ কালেতে তোমায় সখী চিনতে নারি,
ভ্রান্ত দিশায় গোলকধাঁধায় কাল কালেতে
দিতেই পাড়ি।
কান্না অনেক আর সেধেছি প্রেম সে রাধা খুঁজতে রাঈ,
ও সখী আজ চোখ ফুটেছে,
ও সখী আজ চোখ ফুটেছে, আজ যে তোমার হৃদয় চা….ই।
হৃদয় চাই, হৃদয় চাই, হৃদয় চাই।
ও আমার চোখ ফুটেছে, মন ভরেছে
তোমার চোখের তারার নীলে,
ও আমার চোখ ফুটেছে মন ভরেছে, তোমার চোখের তারার নীলে,
আজ পলেতে বল্গাবিহীন, উড়ব গগন
পাখনা মিলে...।


“প্রেমের গান”


আহা! প্রেম ভরেছে ভুবনরাজি লতায় পাতায় শাখে,
বৃক্ষ মহী...রুহ আজি-পত্রে পুষ্প সাজে......।
আহা! প্রেম ভরেছে ভুবনরাজি লতায় পাতায় শাখে,
লতায় পাতায় শাখে।
হৃদয় নদে বইছে প্রভা, সিক্ত রসের ধা...রা,
রিক্ত প্রাণে তুফান লহর-প্রেমেই
মাতোয়ারা।
গগনরাজি শুভ্রতা বয় শান্তির-ই গান প্রাণে,
উছল লহর উজল ধারা-স্নিগ্ধ প্রেমের
গানে।
আহা! প্রেম ভরেছে ভুবনরাজি লতায় পাতায় শাখে,
বৃক্ষ মহী...রুহ আজি-পুষ্পতে রঙ সাজে।
পুষ্পতে রঙ সাজে।
কোমল কলি দল মিলেছে হৃদয় দরি...য়ায়,
আজ ফাগুনে কৃষ্ণচূরায়-আগুন বয়ে
যা…য়। ফাগুন বয়ে যা…য়।
সিংঘদূয়ার আজ খুলেছে ও সখী তোর মান,
আলিঙ্গনে আজ মিলেছে-গাইতে প্রেমের
গান।গাইতে প্রেমের গান।
গগনরাজি শুভ্রতা বয় শান্তির-ই গান প্রাণে,
উছল লহর উজল ধারা-স্নিগ্ধ প্রেমের
গানে।
আহা! প্রেম ভরেছে ভুবনরাজি লতায় পাতায় শাখে,
বৃক্ষ মহী...রুহ আজি-পুষ্পতে রঙ সাজে......।
পুষ্পতে রঙ সাজে......।
পুষ্পতে রঙ সাজে…………….....।