(প্রবল ঝড় বৃষ্টি এবং তৎসংক্রান্ত কারণে প্রায় একদিন আমার নেট কানেকশান ছিল না, তাই কাল রাতে প্রকাশ দিতে পারি নাই, সেজন্যে আন্তরিকভাবে দুঃখিত)


আজকের রম্য রচনা
"ডা ক্তা র বা বু"


ডাক্তার বাবু-1 (শিং গুঁতো)


কী আর কব ল্যাজে গোবর   
ব্যবসাখানি ফাটাফাটি,  
আমরা জন সাধারণ  
কলুর বলদ সাঁতার
কাটি।
ধান কেটে মান গোলায় মজুত
পঙ্গোপালে খায় নি তো!
সব খেয়েছে হারামজাদা
ডাক্তারের শিং
গুঁতো।
পেটের ব্যথা দশটি টেষ্ট
আলট্রাসোনো এন্ডোস্কপি,
তার উপরে এম আর আই
দন্ড দেই ফাটা-
ফাটি।
তাও ভাল ভাই ল্যাবরেটারি
এই গ্রামেতেই খুলো,
যাতায়াত আর হোটেল ভাড়া
বাঁচবে অনেক
গুলো।
জয়গুরু।


ডাক্তার বাবু-২ (শোরগোল)


ও সোনা ভাই তাই তাই
লাটিম ঘোরে গোল,
করছো কেন জোয়ার টেনে
এমন শোর-
গোল।
পঙ্গোপালে ধান খেয়েছে
হোতকা ঝড়ে কাত,
কিডনি খানি ভীষণ দামি
নখ গেলে ভাই
যাক।
ধরলে বাঘে ফুরুৎ পাখি
প্যানপ্যানানীর গল্প নাই,
ডাক্তারেতে ধরলে বাপু
বাড়ি গাড়ি বেচবে
ভাই।
তাই তাই তাই দিচ্ছি তাই
শোরগোলটা লাগছে ভালই,
তাও তো বুঝুক জনে জনে
আর ডাক্তার বাজাক
খলুই।


ডাক্তার বাবু-3 (স্ট্যাটাস)


জেনে শুনেই সবাই ঘাটে নাও বাঁধে রে ভাই,
রক্তচোষা গরম পকেট-স্ট্যাটাস উঁচু
রখতে তাই।
তাই ছুটে কেউ-ভেলোর পানে কেউবা ব্যাঙ্গালোর,
আজকালেতে অসুখ বিসুখ-স্ট্যাটাস এর রই
হই হুল্লোর।
হাসপাতাল বিচ্ছিরি ভাই-দীন ভিখারির কারখানা,
ভর্তি সেখায় হলেই যদি-থাকবে কেমন
মানখানা।
মাল কশা ভাই ল্যাবরেটরি আর ঝকাঝক ফ্লোর,
নার্সিং হোম রাত সেবা দিন
লক্ষ টাকার ডোর।
ডাক্তারেতে কী দোষ দি! জনগনেই মানে না,
দু'চার দশ নাই যদি টেষ্ট-(ভাবে)
ডাক্তারিটাই জানে না।