“লা-ইলাহা ইল্লাল্লাহু”
(অজ্ঞতার কারণে যদি কোনও ধর্মীয় উচ্চারণ বা বানানে ভুল থাকে তবে তা চিহ্নিত করে দিতে দ্বিধাবোধ করবেন না)
আসরে সবাইকে জানাই শুভ ঈদের শুভকামনা।


চল রে চল, চল রে সবে-রমজান মাস এল,
আনলো কোরান মহম্মদ-জান্নাতেরই
সলাহ।
চল সিয়ামে মাতব এ মাস রোজা প্রত্যহ,
গোধূলীকালে ইফতারেতে ভরবো
মন ও দেহ।
একটি মাস কৃচ্ছসাধন পুরস্কারে ইদ,
পায়েস পোলাও কাবাব মিঠাই
আরও নানাবিধ।
মসজিদেতে খুশির হাওয়া নামাজ পড়ি চল,
আজ কেউ নেই ধনী গরীব
সৌহাদ্যের ঢল।
দান ধ্যানেতে মাতব দলে গরীব যারা আছে,
বন্ধনে ভাই ভাতৃত্বরই সৌহাদ্যের
আঁশে।
আল্লাহু আকবার, ফিতরা দিব মাস ভর ভাই
দীন দুঃখী আতুর যারা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
দান সে নিতে তারই
দয়া।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার,
আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল
হামদ


“দেবারথী”


সে জন শ্রেষ্ট মানব সৃজন দেবারথী সাম্যকায়,
যে জন বিলায়ে সুখ সুধা রস
হেলায় নির্দ্বিধায়।
জ্ঞানের ভান্ডার যপ তপ তায় নাহি ধরে ক্ষেদ,
প্রেমের আলোকে প্রজ্জ্বলিত
নাহি করে ভেদাভেদ।
অশ্রু ভাসিতে অন্তঃকরণ অনুভবি অতি,
মানব করম মানব ধরম
দিব্য সে দেবারথী।
প্রদাহ জ্বালায় জ্বলিতে পরান পরজনে যার ভাব,
ব্যথার সাগরে ব্যথিত জনেতে
ঘুচায় অভাব।
ধন্য সে জন বিলায় নিজেরে হেলায় অন্তরে,
যোনিতে পরান ঈশ্বরে লীন
পরকাল প্রান্তরে।


“নমস্কার”


সাবাস বেটা এমনি করেই
ভাবতে হবে সবে,
সাধ্যমত দান ধ্যানেতে
দীন দুঃখী পারটি
পাবে।
কী হবে ধন বিষয় আসয়  
পিছেই পরে রয়,
আর দুনিয়া ভোগ করে তা
ধ্বংস করে
তায়।
তার চেয়ে বরং 'তা না দিয়ে
বিলাই সবার মাঝে,
একটু না হয় দয়াই ধরো
দান ধ্যান গন
কাজে।
দিব্য দয়াল পুকুর খোঁড়ে
তোমার আমার হিংসাতে,
গেলেই উপর ডুবিয়ে মারে
সেই পুকুরের আগু-
নেতে।
নরক কি'বা স্বর্গে যাবে
পুকুর ধরা আগুনেতে,
ঠিক কর মন করবেটা কী
ভব দরিয়ার ভ্রান্ত
ক্ষেতে।
নমস্কার।