“মোক্ষ”


কর্মেতে প্রাণ কর্মের ধ্যান কর্ম যোগে মোক্ষ মেলে,
আর দিশাতে ভোগ কামেতে
পাপ ভরা ধন হয় রে
থলে। পাপ ভরা ধন হয় রে থলে।
তপ্ত লগন সুরায় মগন অপ্সরা আর পরীর দেশে,
জীবন নরক হয় রে যাপন, তপ্ত লহু
গরল ভেষে।তপ্ত লহু গরল ভেষে।
আরে যায় রে ভেসে। আরে যায় রে ভেসে।
আরে যায় রে ভেসে আকাশেতে ধন মান আর বিত্ত বিষয়,
বয় না কারো হৃদ প্রাণেতে, রয় না  সোপান
ভালোবাসায়। রয় না  সোপান ভালোবাসায়।
আয় মিলে দে রিক্ত ধরা-সিক্ত বারি শিশিরেতে,
কর্মে লগন কর্মেতে মন, চল মিলি প্রাণ
ঈশ্বরেতে। চল মিলি প্রাণ ঈশ্বরেতে।
আয় মিলে দি পরান মোদের ভব সাগরের উছল পানে
আয় মিলে দি মানব করম, মানব সেবার পরম
ধ্যানে।
কর্মেতে প্রাণ কর্মের ধ্যান কর্ম যোগে মোক্ষ মেলে,
আর দিশাতে ভোগ কামেতে
পাপ ভরা ধন হয় রে
থলে। পাপ ভরা ধন হয় রে থলে।


“একদিন চতুর্থ পর্ব”


একদিন একদিন একদিন
রইবে না এই সাধের দেহ ভবের দুনিয়ায়,
কাঁদবে না কেউ, বাইবে না কেউ
স্মৃতির দরিয়ায়। স্মৃতির দরিয়ায়।
সে কূল ভেসে জীবনকাশে কান্না হাসির অন্ত হবে,
দম্ভ রে তুই বিষয় আসয়, আর পিছনে
পরেই রবে।
একদিন একদিন একদিন
রইবে না এই সাধের দেহ ভবের দুনিয়ায়,
কাঁদবে না কেউ, বাইবে না কেউ
স্মৃতির দরিয়ায়।
কাল লহরে নাই রে গতি সময় বয়ে যায়,
কৈশোর প্রাণ তরুন দ'লে
দলতে রে প্রাণ হায়।
বিস্মৃতির ওই অতল তলে গহীন সাগর ডোবে,
যা কিছু তোর ভ্রম সে সবই
ঝঞ্ঝা প্রবল ভবে।
ভব দরিয়ায় প্রাণ মিতালি আর সামাজিক কর্ম ধরো,
দীন দুঃখী আতুর অনাথ, মুষ্টিতে দান
কর্ম করো।
ভব সাগরে অমরতার অমৃত ওই হৃদয় ধরা,
হাজার প্রাণের দোয়ায় রে প্রাণ
ভব দরিয়ায় অমর ধারা।
একদিন একদিন একদিন
রইবে না এই সাধের দেহ ভবের দুনিয়ায়,
কাঁদবে না কেউ, বাইবে না কেউ
স্মৃতির দরিয়ায়। স্মৃতির দরিয়ায়।
সে কূল ভেসে জীবনকাশে কান্না হাসির অন্ত হবে,
দম্ভ রে তুই বিষয় আসয়, আর পিছনে
পরেই রবে।
একদিন একদিন একদিন


“হুজুগ”


হুজুগেতে মাতোয়ারা আজ সবে ভ্রান্ত,
হুজুগের পিছে ছোটা, সবে
উদভ্রান্ত। সবে উদভ্রান্ত।
গতি নাই দিশা নাই মতি সবে ভ্রমে মাতে,
কান কাটা গল্পটা, নিনাদেতে
পথেঘাটে। নিনাদেতে পথেঘাটে।
গণেশেতে দুখ খেল কালিমার চোখে জল,
হুর পরী রাতে ঘোরে, হাতে নিয়ে
কম্বল।
বোতলেতে নীল জল সারমেয় দূরে রয়,
বটগাছে সুতো বেধে, কামনা সে
পুরো হয়। কামনা সে পুরো হয়।
বাচ্চাটা রোগে ভোগে ডাইনির তুক তাকে,
উলঙ্গ করে মার, বাঠামেতে দিল
তাকে।
উলঙ্গ করে মার, বাঠামেতে দিল তাকে।
থাকে থাকে থরে থরে সাজানো সে পাটি পাটি,
অজ্ঞান মনা সবে, মূর্খতা
চূনাভাটি।মূর্খতা চূনাভাটি।
জ্ঞান ধরো পণ করো অজ্ঞতা ছুড়ে ফেলি,
সুস্থতা সামাজিক বাতায়ন
গড়ে তুলি।বাতায়ন গড়ে তুলি।
হুজুগেতে মাতোয়ারা আজ সবে ভ্রান্ত,
হুজুগের পিছে ছোটা, সবে
উদভ্রান্ত। সবে উদভ্রান্ত।