"গাঁয়ের প্রাণ"


অজয় নদী জীবন নদী
মোদের গাঁয়ে বয়
হালকা জলে শ্লথ সে গতি
প্রাণের কথা কয়।


বালির রাশি চরায় জাগা
ঝিম ঝিমানি স্রোত
হলেও সে তা অজয় গাঁয়ে
জড়ায় ওতপ্রোত।


ঘাট নাহি তার শান বাঁধানো
বাঁধ নাহি তার গায়
নাই বাগিচা বসার সিঁড়ি
ডাইনে কি বা বায়।


ডিঙির বাহার উদাস বাউল
মাঝির নাহি গান
তবুও সে নদ বাহার গাঁয়ের
অজয় গাঁয়ের
প্রাণ।