Sanjay Karmakar
Aursglelulsnt 1 catSeuptonimh s10s:46non rAeccMndect  ·
যুগল ব্যঙ্গাত্মক লেখা,"গাধার দল"
"ড. শাহানারা মশিউর"

উল্টো বায়ু লেগেছে পালে
রাজা বন্দী প্রজার জালে!
রাতের পেটে দিন হজম
রবি মামার, মন জখম।
মানুষ হাসে কথার রসে
সুযোগ পেলে মারে কষে।
গ্লিসারিনের কান্না চোখে
সহানুভূতি দেখায় লোক।
সাদা কমলা, বায়স দেখি।
প্রকৃতিও কি হয়েছে মেকি?
গোঁজামিলটা থাকে বহাল
রীতি নীতির বড় অকাল।

"সঞ্জয় কর্মকার"
.
বাক্যি যেথায় সাক্ষী নাহি ভাষণ যেথায় বোল
আজব দেশের গজব খেলায় সবই হরিবোল।
খোল আর ঢোলে সখ্য হেথায় দাদার সাথে চ্যালা
হর এক দিশায় খুঁজলে ওগো মিলবে হেথায় মেলা।
বাজ দিয়ে ছোঁ মারতে এ দেশ-শীর্ষে ধরার মাঝ
দিনের আলোয় ভালোর ভালো রাত্রে আপন সাজ।
ডঙ্কা হেথা বাজতে সে রয় নাইতে দরিয়ায়
ভ্রষ্টাচারের জড় রে বাপু গভীর হেথায় হায়!
গাভীর গমন গো-বলয়ে জগ জনতা চলে
আসন বিছায় খোল আর ঢোলে সখ্য হরিবোলে।
কি আর ক'ব কইলে কাহন শেষ রে নাহি তল
ন্যাতা দাদা চামচা জনে; সবই গাধার দল।
বাক্যি যেথায় সাক্ষী নাহি ভাষণ যেথায় বোল
আজব দেশের গজব খেলায় সবই হরিবোল।

(দুদিন আগে থেকেই শরীরটা খারাপ খারাপ লাগছিল। কাল বিকাল থেকে রিতিমত অসুস্থ। মাথাব্যথা, চোখ ব্যথা, বুকে অস্বস্ত, গাত্রদাহ, রাত্রে জ্বর আর বেদনাদায়ক পেশি সংকোচন। কোন কিছুই ভাল না লাগা ইত্যাদি। গত রাতে খুবই কষ্ট পেয়েছি। আজ থেকে ঔষুধ নিব। জানিনা কতক্ষণ আসরে থাকতে পারবো বা কটা লেখায় যেতে পারবো।)