Sanjay Karmakar
Top contributor ·1d ·

বুঝেও এ মন অবুঝ কবি
নিত্য দিনের রবি
প্রভাত হতে সন্ধ্যা সাজে
আঁকতে যে রয় ছবি।
সকাল বেলায় মাছের ঝোলায়
বিবির মেশে ঝাঁজ
তার পর দিন আগায় যতই
মেঘলা আকাশ বাজ।
হুরুম দারুম পড়তে চলে
আগে কিবা পিছে
তার উপড়ে ছাওয়াল পাওয়াল
কাঁকড়া যেমন বিছে।
কামাই যতই কম পড়ে তায়
নিত্য বিবির গাল
মুহুর্মুহু আছড়ে পড়ে
পোড়ায় এ মন ভাল।
চাই তো অনেক পল আর পলে
তারেই স্মরণ লই
ঘানির বলদ ঘুরতে থাকি
দুখের কথাই কই।
মন যমুনা আর কমু না
জীবন যে মোর কালো
স্বার্থ সবার সাধতে গিয়ে
পাই না সাকির
আলো।