"গিলি গিলি গিলিরে"


স্বরক্ষেপণে যুদ্ধ ছিল
কোলা ব্যাঙের ছায়;
কুনি ব্যাঙের বিয়ের বাসর
নেমতন্ন পায়।


সোনা ব্যাঙের সোনার ছাতা
মেডেল ছিল কাপ;
কোলা ভাবে হেসে খেলেই
রুখবে কে রে বাপ।


তালিম শুরু ভর দুপুরেই
ঘ্যা ঘ্যা ঘু ঘু ডাক;
খাল বিল আর নর্দমাতে
বিকট দিতে হাঁক।


খবর ছোটে মেঘের দেশে
ঝর ঝরিয়ে নামে;
ভাসিয়ে শহর নগর গাঁও
একটুও না দমে।


উথাল স্রোতে কোলার পোলা
তার ননদের বউ;
পারবে কি আর সইতে বলো
পাহাড় প্রমাণ ঢেউ!


উজান স্রোতে পৌঁছে গেল
চিন দেশের ঐ গলি;
দুই ঠ্যাঙেতে কোলায় ধরি
চিনায় খেলো গিলি।


গিলি গিলি গিলিরে বাপ
জ্যান্ত চিবায় খায়;
কাপ তো ভায়া দূর অস্ত
পরাণ গেলো হায়।


(চিনাদের খাদ্য খাবার নিয়ে ব্যঙ্গাত্মক প্রকাশ)


“ন্যাশার ঘোরে”


ন্যাশার ঘোরে বাদ্যি উড়ে ঝি ঝি পোকার ডাক
মিশলো নদী মোহনা তাই; সাগরে কয় দ্যাখ।
আমার জলেই ধন্য রে তুই; তোর কি গরিমা!
সাগর হেসে কইলো শুধু; প্রণাম
তোমায় মা।


(সারমর্ম; বিনয় পরিচয় দেয় বিশালতা, মহানতার।)