"রণ"


শপথ আজি জয়ের দিশা ছাড়বো না হাল আজকে ভাই
কঠিন পণে কর্ম পথে জীবন রথে চড়তে চাই।
কর্ম বীণে কিংবা শ্রমে ছিনিয়ে নিতেই চলবে রণ
কন্টকেতে নাই রে ভীতি গড়তে সহজ জীবনটাই।


"গোলকধাঁধা"


জরিনা; হৃদয় বীণা-সেতার পরে বাঁধা
শেষ বয়সে স্মৃতির পাতায় আঁখির পাতে রাধা।
তার নুপূরের বাজছে ধ্বনি
যেমন মায়ের আগমনী,
ভাবছি আমি জীবন আমার লাগছে গোলকধাঁধা!!


"দেশের প্রীতি"


দেশের প্রীতি কাব্য গীতি কবির করে গীবত তার
স্বদেশ তরে ভাবনা ওরে গাইছে গীতি মানবতার।
আর না হরি তর্ক করি আয় চলি আয় সঠিক দিশা
শোন রে মাতা ভারত দেবী শোন রে আজি কান্না তার।


"সামাচার"


সামাচার শুভাশুভ কহে খুড়ো হরি শোন
ন্যাতা নাকি দেশ গড়ে তালি দ্যাস ব্যাচে কোন!!
ভাবিতেছি ভাগিরথী
কত শত মহারথী,
পায় নাই কূল তার-কেঁদে ফেরে সমীরণ!!