Sanjay Karmakar
Top contributor  · Just now  ·


শত দিন একদিন শত কাল এক
এসেছি গো চলে যাবো
কিছু সাথে নাহি লবো
কেহ নহে কারু নই গ্রেট কাম ব্যাক।


"জিন্দাবাদ"


রাঘব বোয়াল চুনোপুঁটির
ছন্দে কি আর দোলে!!
মামুর ছাতি জিন্দাবাদ-ই
জিন্দা কালে কালে।


একাল ও কাল সকাল বিকাল
চলছে এরম খেলা,
দই খেয়ে টক মামুর চোয়াল
এমন কতই মেলা!!


চলছে খেলা রমরমিয়ে
আমার তাতে কি!!
পান্তা ভাতে বেশ রয়েছি
খাক না ওরা ঘি।


মামু খাবে খালা খাবে
খাবে নরেন খুড়ো,
এদের বালাই নাই কো মোটে
বুঝলে ব্যাটা দূর হ!!


"উষ্ণ পরশ"


এসেছে শরৎ উষ্ণ পরশ
লেগেছে ধরার প'রে,
তারি ঘাতে প্রাণ, মরছি জ্বালায়
জলন্ত হাহাকারে।


"স্বস্তি"


ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পেলো
উড়লো নিশান ধ্বজা তার ওই
এমন বিজয় কোথাও নেই,
চাঁদের দেশে হারিয়ে হৃদয়-স্বস্তি খানিক হলো।