(পেটের টানে গত দুই দিন বাহির শহরে। এখন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এর হ্যামিলটনগঞ্জে। কাজের ফাঁকে কিছুক্ষণের জন্য কাফেতে বসা। লেখাটি সরাসরি এখানেই লেখা)


একটা স্লোগানের পিছনে থাকে
এক সাগর হৃদয়ের আকুতি
মিলনের আকুতি, হাসি গানে
উচ্ছ্বাস আনন্দ
রসে;


সোগাহের দিশা বাহিত রুধিরে
হৃদয়াকাশে।


বেদনার বায়ে রিক্ত ধরণী
বিগলিত হৃদ প্রায়
সহস্র নাগিনী ঘেরাটোপে প্রাণ
বিজুলি করক
ধায়।


মূর্ছিত হৃদ আঁধি ও তুফানে
অব রোহী মৃতপ্রায়
তাহারই মাঝে; প্রেমের সে ডাক
অমৃত কথা
কয়।


মিলনো সুধারই বাসনাতে প্রাণ
উব্ধ গগনে ছোটে
স্লোগানে স্লোগানে উছল সে বায়
স্নিগ্ধ পরাগ
বটে।


চাহিলে কী হায় চাহিদা মিটাতে
আসেন কী তিনি নেমে!
কলি সে ফোটাতে গুলাবের প্রেম
প্রীতি উল্লাস
সনে।