Sanjay Karmakar
  · 1135034S h2ta6pogrlu7coeds  ·


সরল মাটি গরল তরল করলো আজি কে ওরে
আন তো হালুম হরি কানাই যা দেখি যা আন ধরে।
হুলের দাঁড়া মচকে দিয়ে দাবড় দিব অন্ড কোষে
বীর্য যা কুছ পড়বে ঝরে-মেদ ঝরাবো কর্মদোষে।
তবলা ডুগি আন তো পটল সঙ্গদে তুই বাজা নাড়ু
চামড়া ওদের ছাড়িয়ে দিব আন তো ছুটে শলার ঝাড়ু।


দেশের কথা কইতে আমার চক্ষু সজল হয় রে হাঁদা
ভোদার ঢল দেশ ভরেছে নাচছে ওরে কানাই রাধা।
স্বল্প বেশে আগুন কেশে কাহন তাদের রূপ ঝরা
আর জনতা দু-ভাগ দলে এক তো রাজা অপর মরা।
জাতের কলে ধর্ম চলে রক্ত তারা খেলছে হোলি
দেশ আর দেশে যুদ্ধ চলে খুন আর জখম,গোলাগুলি।
মরছে মানুষ মরছে শিশু অবোধ আবাদ চাষের খেতি
এই তো কাহন দেশ ও প্রবাস এমনতরাই আজকে মতি।

ভ্রষ্ট মানব দুষ্ট সবে রাজনীতির ওই স্কন্ধে চাপি
পকেট ভারি করতে ছলে নেতার দাদার লাফালাফি।
অফিস বাবু করছে কাবু দেশ জনতা ঘুষের ফাঁদে
হারিয়ে ছাওয়াল গুম আর খুনে দ্বার দুয়ারে মা কাঁদে।
আর্তনাদের বান ধরণী আস্ত নরক জর্তুগৃহ
বাপ আর মায়ে আশ্রমে আর, ভাই ভাই-তে নাই রে স্নেহ।


এই হোলো গা দেশের মতি খেটে খাওয়া মানুষ এবার
মরছে তারা রোজ ওই হেথায় নাই রে সময় তাদের ভাবার।
পিষ্ট সবাই জাতার কলে ক্লিষ্ট তারা দৃষ্টি দোষে
উদার! দেশের গরল থাবায় অনল তার ওই রুদ্র রোষে।
অনেক হলো ওই রে হুলো ভ্যাবলা চোখে দেখিস যে!
লিখছি এসব জানুক যারা-আসবে ধরায় ভবিষ্যৎ-এ।