"হাহাকার"


ধর্ম ধুয়ে খেলেই কী জল; পান্তা জোটে পাতে
তার সাথে লেই ইলিশ মাছের, আহার ভুখা
পেটে!
দলাই মালাই পুরুত বামুন; মনিম খোদার দলে
নাঙ্গা করে ধর্ম কলের, লেবাস খুলে
ফেলে।
পিছল পথে তরুণ যুবার ধোলাই করে শির
মানুষ মারার অস্ত্র বানায়, জঙ্গী করে
বীর।
বীর পালোয়ান যুদ্ধ করে ধর্ম জিগির তুলে
হত্যা করে চুন চুন কে, ভগনী মাতা
ভুলে।
চুল চুলাচুল কাণ্ড ঘটায় উসকে দিয়ে আগ
ধর্ম শুধুই যুদ্ধ বাধায়, ভাগ রে ওরে
ভাগ।
ভাগের মায় পায় কী ও ভায়; জাহ্নবীর ওই পানি
গতর খেটে ছাওয়াল পাওয়াল, পুষতে জীবন
ঘানি।
আজ হোতি ভাই ভুলোই এসব মরলে কী বা পাবে!
সব ধর্মই বিকল সেথায়, হাহাকার ঐ
রবে।


(উপরিউক্ত লেখাটির আমার করা ইংরেজি অনুবাদ)


"Fanaticism"


Can fanaticism arrange to provide the fermented rice!
along with the delicious dish of Hilsa fish,
so nice!
Today is the day, when,
Misleading the society; the preacher of the religion;
destructing peace and tranquility, sos
bark of religion is breaking
open by their
activities.
They misleading the youth with delusional religious sayings
making them aggressive to make the militants;
innocents to kill by bombs and
the guns.
They think of themselves as heroes, fighting in the wrong way;
Their brutality is so extreme that
they even not hesitate to throw
mom and sister of their own
into the
bay.
Come out of fanaticism; break the barrier of religion,
to come to mom in calm;
Fanaticism could gives birth nothing but the war and the
destruction.
All religions are perplexed
crying out loud
today.


"ভাল"


আমরা কবি, কবির কী আর
সময় হুশ তাল;
জীবন তাদের অগোছালোই
তমায় লেপা
ভাল!