Sanjay Karmakar
badge icon
Founding Members
  · 1 hr  ·
যুগল মানবতাবাদী লেখা, "হায় রে দেবের দূত"


হাজেরা কোরেশী অপি:-


ধর্মের নামে টানা-হেঁচড়া
ধর্মের নামে বড়াই,
ধর্মের নামে গলাবাজি
ধর্মের নামে পুড়াই।


ধর্ম কে যে পুঁজি করে
বানায় বিশাল বাড়ি,
ধর্মের নামে দোহাই দিয়ে
হাঁকায় দামি গাড়ি।


ধর্মের নামে ধর্মশালায়
করে ফষ্টি নষ্টি,
সাফাই যে গায় ঠাণ্ডা মাথায়
শয়তানের চৌদ্দ গুষ্টি।


যে যার ধর্ম সঠিক ভাবে
যদি পালন করে,
অন্ধকার গুলো যাবে ঘুঁচে
জ্বলবে আলো ঘরে।


সঞ্জয় কর্মকার:-


ধর্ম ও মিস মিসকালো আজ ধান্দা তার ওই কটু
ছল আর বলে কৌশলেতে ছিনিয়ে নিতেই পটু।
বিভেদ বিষে জর্জরিত জাত আর পাত ই চেনে
দ্বন্দ্ব সে তার জ্বালতে অনল তার ঐ ধরা বীণে।
সে কল আজি ধর্ম নাহি মানবতার গান
নিষ্পেষণের গরল সে স্রোত নিম্নমুখী টান।
সোনার গড়া মহল মাঝে উচ্চ সে রব অতি
দলিত পতিত তুচ্ছ সে জন ধর্ম জাগায় ভীতি।
মন্দিরের ওই সোপান সে তল; রয় যে অচ্ছুত
বিগ্রহ সে কঠিন অতি, হায় রে দেবের দূত!