তোমার জীবন সরল তরল বক্র আমার ভাই
এই জীবনে একবারেতেও অঙ্ক মিলে নাই।


যেদিক পানে চলতে গেছি সেই দিকেতেই গোল
রুটির মতন ঝলসে গেছে শূন্য মিলে মোল।


ছেলেবেলায় মা এর আলোয় আলয় ছিল বেশ
বড়ো হতেই যুদ্ধ শুরু চলছে আজ ও রেশ।


বিয়েও হলো ঘর ও হলো কন্যা গোটা তিন
অঙ্ক আর ও বক্র খানিক বাজাই রোজ ই বীণ।


বীণার তারে ঝঙ্কারেতে অঙ্ক খানিক সোজা
দুই আর চারে ছয় লিখতে নয়ের চাপে বোঝা।


ঘর ছাড়া ঘর গরুই বুঝি লাঙল কাঁধে ঘুরি
হাল চাষে বেশ খাসাই আছি বিদ্ধ বুকে ছুরি।