Sanjay Karmakar
Top contributor  · September 16 at 9:49 AM  ·
"হদ্দ কবি"


বলছো কি ভাই দুখের কথা
কাঁদছে আমার মন
এক ওই পথের পথিক আমি
মধ্যবিত্ত গণ।


হাটেই হাঁড়ি ভাঙলে যখন
লাজ নেই গো বলতে তখন
অনেক বাতিক বাই;


মিয়ার বিবি কতই হবি
তার উপড়ে হদ্দ কবি
ঘর কি চলে তায়!!


অথৈ সাগর তালমাটালে
চলছে আমার নায়।


এদিক ওদিক সবাই আমার
কেহই আমার নয়।
বাজ পড়িলে মাথায় আমার
সবাই দূরে রয়।


"প্রাপ্তি"


প্রাপ্তি আমার হৃদয় দোলায় দোলক যেমন দোলে
প্রাপ্তি আমার হৃদ মননে ঝড় এক নিবিড় তোলে।
প্রাপ্তি আমার চোখের তারা আলোক রাশি বান
প্রাপ্তি আমার মেঘের চাদর সরিয়ে দেবার গান।
প্রাপ্তি আমার সে ক্ষণ যেমন মরুর মরূদ্যান
প্রাপ্তি আমার অঙ্কে জীবন জটিল সমাধান।
প্রাপ্তি আমার নাইকো প্রীতি না রয় যদি ঘ্রাণ
অপ্রাপ্তির ওই করুণ রসে হই না ম্রিয়মাণ।


"ভৌ ভৌ"


খাই খাই করো কেন
ডিম তার পাঁচালি
ঘুর পথে জাতা কলে
কেন তারে পেঁচালি!!
তাই শুধু!!যদু মধু
আর খোড়া কেচালি
ডান্ডার ধান্দায়
নাম ধরে চ্যাচালী!!
কাক ভোরে বাহুডোরে
বেশ ছিল বউ,
বাজারের ব্যাগ দেখে
ডাকে ভৌ ভৌ।


"বৃষ্টি মানে"


বৃষ্টি মানেই স্বস্তি খানিক দাবদাহের অন্তরালে
বৃষ্টি মানেই হরিত ধরা কিশলয়ের দল আর দলে।
বৃষ্টি মানেই শীতল হাওয়া বইতে চলে হৃদ দরিয়ায়
বৃষ্টি মানেই সৃষ্টি কথা মধুর অতি এই বসুধায়।