Sanjay Karmakar
badge icon
Founding Members
  · rJtgufSslpt honnusutootredw  ·
যুগল দেশাত্মবোধক লেখা, "হরিবোল"
.
"বিভূতি দাস"
.
সাত দশক পেরিয়ে পূর্ণ স্বরাজের স্বীকৃতি আটের দিকে অগ্রসর
বিদেশী শাসন মুক্ত করে সূর্যদয় হয়েছিল প্রায় ২০০ বছর পর
১৬৬ টি অধিবেশনে দীর্ঘ আলোচনার ভিত্তিতে পাওয়া এই উপহার
মূল ছিল যার গভীর বিশাসে পুষ্ঠ, আশ্বাসে মানষের জীবনের অধিকার
গনতন্ত্রের অমূল্য দলিল উৎসর্গ হয়েছিল ২৬শে জানুয়ারি জাতির দরবার
স্বপ্ন দিয়ে গাঁথা মালায় নিশ্চিত করা হয়েছে যাপনের নূনতম চাহিদার
সময়ের সাথে সংসদীয় কাঠামোর মধ্য দিয়ে আছে সংশোধন ব্যবস্থার
নিশ্চিত হয়েছে মুক্ত ভাবনার সকল ধর্ম বর্ণের প্রথা পালনের অধিকার।
.
নানা ভাষা নানা মতের দেশে এমন দলিলের উধারন মেলে না পৃথিবীতে
ছত্রে ছত্রে নির্দিষ্ঠ হয়েছে সংজ্ঞা কাজের, সুস্থ যাপনের দিশায় প্রতিপদে
শাসকের দায় প্রতিপালনের, মানা এবং মানানোর, ছাড় নেই কোন ভাবে
লঙ্ঘিত হলে ওঠে প্রতিবাদের ঝড় কোটি কন্ঠে, গনতন্ত্রের মুক্ত মহার্ণবে
গর্বিত জাতির শিরায়  শিরায় জাগে ভাতৃত্ব বোধ, এ ভূমে সবাই আপনার
চাইলেও লুটাতে দেবে না সজাগ প্রহরী, ত্যাগের বিনিময় পাওয়া উপহার।
.
"সঞ্জয় কর্মকার"
.
মীরজাফরের এই সে মাটি ভারত ভূমি স্থল
বজ্জাতির ঐ সীমার বাহির বইতে অবিরল।
শাসক হেথায় লুঠত রাজে প্রজায় হেথা ভীরু
কালচে বরণ বদন তাহার শুনই আজি গুরু।
নেতাজির ঐ স্বপ্ন তারে দিয়েছিল ফাঁসি
আমরা সবাই দামড়া গরু; সবাই দাস ও দাসী।
পর্দা খানি ফাঁস করিতে মুখরা কেনেই গোল
লুঠত রাজে সব ওই ঝিমায় সব ওই হরিবোল।


বাংলাদেশ কে নিয়ে সে লেখাটা ব্যান হলি ভারত কে নিয়ে এ লেখা কেন ব্যান হবি নি সাহেব। ভারত কি পানি তে ভাসি আসিছে! উত্তর চাই।