সঞ্জয় কর্মকার


ও হুলো তুই করলি একি! ধরলি বুনো সাপ
পারবি কী তুই সামাল দিতি সইতে গরল ভাপ?
বাজবে ভেঁপু তোর ঐ বাড়ি
ঘ্যাচাং ফু তোর চাঁচবে দাঁড়ি,
জর্তুগৃহে তোর ঐ বিয়ে; করলি কেনেই বাপ!!


শ.ম. শহীদ


আমি হলাম ছোট্ট পুশি... তোমার চেয়ে হাফ!
সাপ না ধরে উপায়টা কি? ছিলো ভীষণ চাপ!
বিয়েও ছিলো চাপে পরে
পার পাইনি নখড়া করে!
ফন্দি তো দাও- কেমনে পেরুই তুর্যগৃহের ধাপ!


সঞ্জয় কর্মকার


ও হুলো তুই ব্যাবাক চেঁচা বন্ধ করে মুখ
কামলা খেটে রোজ ওই রাতে ইচ্ছা মত ভুক।
যত্ত গালি
করবি খালি
বন্ধ্যা তোর ঐ বন্দিশালায়, হারিয়ে যাবে দু্খ।


বাসন মাজার গোটা বিশেক সাফাই মাজাই দশ
তার সাথে চার গুণন দিয়ে হর এক পলই ক'স।
বিড়বিড়িয়ে মুখরা ব্যাকায়
বাউন্ডারি ছক্কা হাঁকায়,
ঘর ও বাহির, পথ আর ঘাটে; মনকে রাখিস বশ।