মুই কী কই হুনুন মোড়ল কান্তা পিশির ছায়
গরু গুলান তাইরে হেরে চড়াই তে হে
যায়।
কোমর হেলাই দুলাই চলে মাইয়াগুলান ঘাটে
রাখাল ছাওয়াল ভুইল্যা গরু হেই পানেতেই
হাটে।
জলের মধু ভইরা বঁধু গেরাম গেলা চইল্যা
কান্তা পিশি হাতত লাঠি চিল্লান জাই
বইল্লা।
গরুর খুজে ছাওয়াল হের ওই; বনত গেলে ধায়
দুই খান বাঘ ধইরা হেরে ঘার মটকাই
খায়।


হুনুন মোড়ল (দুই এবং শেষ)


কান্তা পিশি কান্দে অহন খাইদ্য না নেয় মুখে
আঁখির পানি হুকায় না হের কইষ্ট ভীষণ
বুকে।
হের ওই লাগি ছাওয়াল হের ঐ বনত পানে ধায়
দিন গুলি হের অহন রে হুন; মরণ শুধুই
চায়।
দিন রাত মান কান্তা অহন মাইয়াগুলায় দুষে
লাঠি হাতত তাইরা হে যায় ব্যাবাক হের ঐ
রোষে।
গাঁ এর মানুষ হের ওই জ্বালায় রাইগ্যা উঠি ভাই
তামাল্লা জন ধইরা তারে, এহন,
বাইন্ধে রাহে
তাই।