Sanjay Karmakar
1t4o shorrtesSd  ·
"ইচ্ছে করে"            


ইচ্ছে করে ভাব সাগরে
              ডুব দিয়ে ঐ মুক্তো তুলি
দিন প্রতিদিন কার্য কারণ-
               সে ভাব সে তায়, সমূল ভুলি।


ইচ্ছে করে বাইতে সে নাও
               ঝড় ও তুফান, ঝঞ্ঝা সে তল
মানব যেথায় ডুবছে তরী-
                হীন যেথায়ে; স্বার্থ -বল,


ইচ্ছে করে দানব যেথায়
                 নষ্ট সে নীড় আরাধন
অস্ত্র হাতে দিন ও রাতে
                 বধ-তে তারে-করতে নিধন।  


ইচ্ছে করে...............।।


ইচ্ছে করে মনের দোরে
                  ভাসাই ও-রে প্রেমের ভেলা
প্রলাপ যেথায় ভগ্ন নীড়ে
                   খল সে বায়ে দিচ্ছে দোলা।


ইচ্ছে করে...............।।


ইচ্ছে করে ভাব সাগরে
.              ডুব দিয়ে ঐ মুক্তো তুলি
দিন প্রতিদিন কার্য কারণ-
              সে ভাব সে তায় সমূল ভুলি।


উপরিউক্ত কবিতাটির আমার করা ইংরেজি অনুবাদ যা ব্রিটিশ ফোরামে আজ প্রকাশিত।


Sanjay Karmakar | + Follow Poet | Send Soup Mail
Narrative | + Fav Poem | Make a Comment | Email Poem | Print Poem | Report | Create an image from this poem.
"I wish to"


Dip into the sea of thoughts I wish
Wish to pick up the pearl
But in influence of work day to day
All those goes to null.


In terrible I wish to sail the boat
In tornado and storms
Where the humanity falls
Inferior and all out of norms.


Where the monster on purpose
In worship of destruction
I wish to take arms in hand
To kill all such humiliation.


I wish to.............. I wish to..............


I wish to implant love in mind
Where the delirium is breaking the bind
Is rooting out
Nest about to ruined.


I wish to.............. I wish to..............


Dip into the sea of thoughts I wish
Wish to pick up the pearl
But in influence of work day to day
All those goes to null.


Copyright © Sanjay Karmakar | Year Posted 2021