Sanjay Karmakar
t2Sponn odsomihndslnred ·
"ইচ্ছে "


বাংলা আমার আপন সে ভূম
হৃদ ও মনন স্বপ্ন সুখ;
মা জননী মায়ার ঘেরায়
চিন্তনে দূর হয় যে
দুখ।


শ্যামল ঘেরায় সে দেশ আমার
দাদামণির পদের রেণু;
সেই সে দেশেই জীবন মধুর
ইচ্ছে আমার গাইতে
বেণু।


"কালির ধুমা"


বৃক্ষ সৃজন করলে সে ভূম শান্তি সুখের দোল দোলে
ধরতি মাতে হৃদ্য হয়ে অনেক প্রেমে নেয় যে কোলে।
কালির ধূমায় জগৎ সারা
হচ্ছি যে তাই পাগলপারা,
হলকা গরল দিচ্ছে ছোবল; নিচ্ছে পিঠের চাম খুলে।


"বন্ধন"


ভাই ও বোনের বন্ধন পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধন
আব্রু বোনের রক্ষা তরে দেয় যে ভাই প্রাণ ধন।
বোনের প্রেমের উপর কিছুই
হয় না সেরা করলে বাছাই,
রাখীর সুতোয় বাঁধলে সে হাত; অমোঘ যে হয় দিব্য পণ।


"ক্ষয়"


রাম না রহিম কেই বা বড়; কেই বা বলো মলিন হয়!
মানুষ আজি মানুষ না হয় কালের কলি অমোঘ ক্ষয়।
ধর্ম আজি মর্ম নাশা
পাক্কা ঘুঘু পাখির বাসা,
বেজাত কলুষ আজ যে মানুষ, দিকে দিকে শুধুই ভয়।


"ও বৃষ্টি"


অসহ্য দাবদাহে ক্ষয়িষ্ণু প্রাণ সত্তা
এসো গো জলধি শুন এ বারতা , প্রাণো নাথ।
ভাসায়ে ধরণী ভবতারিণী এসো গো
দুর্নিবার।


কাঁপিছে প্রলয়ে কাঁদিছে নিলয়ে
দাবদায়ে প্রাণ হায়!
সাজায় ডালায়ে বরণে তোমারে
সজ্জিত আজি
দ্বার।


তাপিত ধরায় আজি প্রাণ; ওষ্ঠাগত প্রায়।
ও বৃষ্টি ও বৃষ্টি এসো গো ত্বরায়
করো গো উদ্ধার।