Sanjay Karmakar
  ·
  ·
"জ্বালাও জ্ঞানের আলো"


জ্বালাও জ্ঞানের আলো
আলোকিত হোক পরিবেশ;
গাহো সাম্য সমতার গান
ধরো হে মানব বেশ।


"জগৎ পেলে"


জগৎ পেলে ভাবনা মিলে দু-কর মিলে ডানা
নাই তো আজি গরল কিছুই কাব্যে মরা পানা।
সুখ সাগরে ভাসলে ওরে
অনেক কিছুই মনের ডোরে,
আপন ভুলে জগৎ পানে দেয় রে এ মন হানা!!


'হাত নাই ছুটে গেছে'


হাত নাই ছুটে গেছে আধুনিক জমানাতে
অভাগা সে পিতামাতা, বেদনাতে বহে খাতে।
যেই হাত দিলো সাথ
প্রাণ দানে মুখে ভাত,
জরা কালে গ্রাসে প্রাণ, সেই হাত-ই মূলে কাটে।


"অনাহার"


লাখো লাখো কোটি কোটি গরিবের গৃহে চুলা
জ্বলে নাই অনাহারী-আজি প্রাতে এই বেলা।
আহ্নিক গতি কিবা বার্ষিক গতি তারি
সবেতেই এক ই সাজে ধরা রহে অনাহারী।