Sanjay Karmakar


  · tJSuposnontsortaedfgds nogw  ·
প্রেমের লেখা, "জনক"
(আমার বন্ধু শ্রী সন্তোষ কুমার যাদব এর অনুরোধে পিতা সম্বন্ধে লেখা। তিনি বলছিলেন যে, "আপনি শুধু মা'কে নিয়েই লিখেন, বাবাকে নিয়ে লিখেন না , তাই। লেখাটি তার প্রতি উৎসর্গ করলাম।)
.
জনক তাহার ক্রোধ সে অতি
               তিক্ত তার ওই গীতি
(কিন্তু) অন্তরেতে ফল্গু সে বয়
                কোমল অমল প্রীতি।
জনক সদাই অপত্যের ওই
           সেবায় তাহার প্রাণ;
তাদের তরেই জীবন তাহার
               বিষয় আসয় ধন।
তাহার স্নেহ আঁচের তলে
              শীতল আঁচল ভূম
বৃক্ষ তিনি বটের সে ছায়
                মহীরুহ দ্রুম।
বিপদ যদি ঘনায় সে তল
            অপত্যর রই শাখে
জনক সে জন জীবন তাহার
            মুষ্টে সে তার রাখে।
জনক পিতা জাহ্নবীর ওই
              পুণ্য তোয়া বারি;
স্বর্গ পিতা তাই তো তাহায়
             বক্ষে আমার ধরি।