ঝড় এলে বৈশাখী এলোমেলো মনোপাখি
ঝিকিমিকি ধ্বনি তার;
তরঙ্গ লহরেতে হৃদয়েতে ছবি আঁকে
আঁকে বাঁকে আলিন্দে প্রেম তার।
সুরোভিত সুশোভিত সুরম্য সৌষ্টব, সুগঠিত বক্ষ;
দেখি তারে বারে বারে -আলো তারি মণিহারে
প্রেম দানে সমাধানে- ঘূর্ণনে অক্ষ।  
ঝড় এলে বৈশাখী এলোমেলো মনোপাখি
ঝিকিমিকি ধ্বনি তার।
বিধাতার হাতে তার গড়া তারি অবয়ব-তারুণ্য
ততোধিক মনলোভা আঁখিপাত চিক্কণ
যেন, যেন!! যেন এক-
মোহময় ছায়াঘেরা অরন্য।
দেখি তারে বারে বারে -আলো তারি মণিহারে
প্রেম দানে সমাধানে- ঘূর্ণনে অক্ষ।